প্রাথমিকের চতুর্থ ধাপের লিখিত পরীক্ষা ১ জুন

নিজস্ব প্রতিবেদক |

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ করার কথা থাকলেও তা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথমে ২৬ মে  এবং পরবর্তীতে ১ জুন অবশিষ্ট জেলাগুলোর লিখিত পরীক্ষা আয়োজন করবে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। নিয়োগ পরীক্ষার ওএমআর শিট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য তথ্য www.dpe.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রমজান আলী সাংবাদিকদের বলেন, তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ করার কথা থাকলেও তা দুটি ভাগে নেয়া হবে। প্রথম দফায় আগামী ২৬ মে এবং পরবর্তীতে আগামী ১ জুন অবশিষ্ট জেলাগুলোর লিখিত পরীক্ষা আয়োজন করা হবে।

এদিকে বুধবার (১৫ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় ধাপে মোট ১৫ জেলায় একযোগে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ মে, শনিবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১১টা ২০ মিনিটে। এ ধাপে মোট ১৫টি জেলায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলাগুলো হলো- জামালপুর, টাঙ্গাইল, ঝিনাইদহ, খুলনা, নাটোর, নওগাঁ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, সিলেট, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর ও বরিশাল।

চতুর্থ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ জুন। এ ধাপে ১৪ জেলায় পরীক্ষা হবে। নিয়োগ বিধিমালা অনুযায়ী, পার্বত্য অঞ্চলের বাকি তিন জেলায় কোটাভিত্তিক স্থানীয়ভাবে নিয়োগ দেয়া হবে।

জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য আসনে রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার মাধ্যমে ১০ হাজার সহকারী শিক্ষক নেয়া হবে। তার বিপরীতে সারাদেশ থেকে প্রায় ছয় লাখ আবেদন জমা পড়েছে। মামলার কারণে বিগত চার বছর প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। চলতি বছরের মার্চে আবারও এ কার্যক্রম শুরু হয়।

প্রথম ধাপে লিখিত পরীক্ষা ২০ এপ্রিল অনুষ্ঠিত হয়। সেদিন দেশের ১২ জেলায় এ পরীক্ষা হয়। সেখানে প্রায় দুই লাখ প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। দ্বিতীয় ধাপের পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় তিন লাখ প্রার্থী অংশ নেন। আগামী ২৬ মে শেষ ধাপের পরীক্ষায় প্রায় দুই লাখ প্রার্থীর অংশগ্রহণের কথা রয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও - dainik shiksha স্কুল-কলেজ খুলছে রোববার, ক্লাস চলবে শনিবারও প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি - dainik shiksha পরীক্ষার আগেই হবু শিক্ষকদের হাতে পৌঁছে যায় উত্তরপত্র: ডিবি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha নারীদের আইসিটিতে দক্ষ হতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল - dainik shiksha ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির সভা ৩০ এপ্রিল বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ - dainik shiksha বুয়েটে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো হিজবুত তাহরীরের লিফলেট বিতরণ এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস - dainik shiksha এইচএসসির ফল জালিয়াতির অডিয়ো ফাঁস please click here to view dainikshiksha website Execution time: 0.0028800964355469