প্রাথমিকের শিক্ষক নিয়োগ: চতুর্থ ধাপের পরীক্ষা কাল

নিজস্ব প্রতিবেদক |

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চতুর্থ ধাপের লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার (২৮ জুন) অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের সব অনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গত তিনধাপের পরীক্ষায় আসা ‘প্রশ্নফাঁসের অভিযোগগুলোর’ প্রেক্ষিতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে দৈনিক শিক্ষাকে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র।

জানা গেছে, চতুর্থ ধাপে ঢাকা জেলার সব উপজেলায়, গাজীপুর জেলা উপজেলায়, নেত্রকোনা জেলার আটপাড়া, কলমাকান্দা, কেন্দুয়া, সদর উপজেলায়, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ত্রিশাল, ভালুকা, নান্দাইল, হালুয়াঘাট উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, সরাইল, নাসিরনগর, আশুগঞ্জ, বিজয়নগর উপজেলায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং, চান্দিনা, সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, মেঘনা, তিতাস, লালমাই উপজেলায়, চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, হাটহাজারী, রাঙ্গুনিয়া, মিরেশ্বরাই, সীতাকুণ্ড, সাতকানিয়া উপজেলায়, নোয়াখালীর চাটখিল, কোম্পানীগঞ্জ, হাতিয়া, সোনাইমুড়ী, সেনবাগ উপজেলায়, বরিশালের উজিরপুর, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, মেহেন্দিগঞ্জ, হিজলা উপজেলায়, কুষ্টিয়ার দৌলতপুর, ভেড়ামারা, কুমারখালী উপজেলায়, যশোরের অভয়নগর, কেশবপুর, চৌগাছা উপজেলায়, খুলনার তেরখাদা, দাকোপ, দিঘলিয়া, পাইকগাছা, ফুলতলা, বটিয়াঘাটা, রূপসা উপজেলায়, নড়াইল জেলার সব উপজেলায়, বাগেরহাটের চিতলমারী, রামপাল, ফকিরহাট, সদর উপজেলায়, ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর, সদর উপজেলায়, কুড়িগ্রামের নাগেশ্বরী, ভূরুঙ্গামারী, রাজারহাট, রৌমারী উপজেলায়, গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ উপজেলায়, রংপুরের তারাগঞ্জ, পীরগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর উপজেলায়, দিনাজপুরের নবাবগঞ্জ, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, বোচাগঞ্জ, কাহারোল উপজেলায়, নওগাঁর আত্রাই, নিয়ামতপুর, পত্নীতলা, পোরশা উপজেলায়, বগুড়ার সদর, কাহালু, গাবতলী, দুপচাঁচিয়া, নন্দীগ্রাম, সারিয়াকান্দি উপজেলায়, রাজশাহীর তানোর, দুর্গাপুর, পুঠিয়া, পবা, বাঘা, মোহনপুর উপজেলায় এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া তাড়াশ কামারখন্দ শাহজাদপুর উপজেলায় চতুর্থ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল ২৮ জুন গোপালগঞ্জের কাশিয়ানী, টুংগীপাড়া ও মুকসুদপুর উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ তিন উপজেলার পরীক্ষা গত ৩১ মে অনুষ্ঠিত হবার কথা থাকলেও তা পিছিয়ে দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।  

সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট এক ঘণ্টাব্যাপী ৮০ নম্বরের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা ৪ ধাপে অনুষ্ঠিত হচ্ছে। গত ২৪ ও ৩১ মে নিয়োগের ১ম ও ২য় ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে, এ দুই ধাপের পরীক্ষাতেই সাতক্ষীরা, পাবনা, পটুয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠে। গত ২১ মে প্রশ্নফাঁসের অভিযোগে সাতক্ষীরায় ২১ জনকে গত ৩১ মে পটুয়াখালীতে ১৩ জনকে একবছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া দুই ধাপের পরীক্ষাতেই প্রশ্নফাঁসের অভিযোগ বা জড়িত থাকার দায়ে আটক হন বেশ কয়েকজন। সেই থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছেন কিছু প্রার্থী। এদিকে গত ২১ জুন শিক্ষক নিয়োগের তৃতীয় পরীক্ষাতে ঝালকাঠিতে ৬জন আটক হন। তাদের ৩ জনকে ১ বছরের কারদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত। এছাড়া চট্টগ্রমে প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক এক প্রার্থীকেও কারাদণ্ড দেয়া হয়। এছাড়া তৃতীয় ধাপের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে বেশ কয়েকজন আটক হয়েছিলেন।   


পাঠকের মন্তব্য দেখুন
ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.003148078918457