ফারজানাদের মুখে হাসি চোখে জল

মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): |

৮ বছর বয়সী ফারজানা শারিরিক প্রতিবন্ধী। এবছর একটি স্কুলে প্রাক প্রাথমিক শ্রেণিতে পড়েছে। নতুন বছর স্কুলে ভর্তি হওয়ার আগেই তার হাতে তুলে দেয়া হয়েছে স্কুল ব্যাগ। ব্যাগ পেয়ে খুশিতে আপ্লুত ফারজানা। ফারজানার মতো একশ অসহায় দরিদ্র শিশু শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও ছাতা এবং পঞ্চাশ জন দরিদ্র অসহায় মায়ের হাতে নতুন কম্বল তুলে দিয়েছে পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের ‘গ্রাম সামাজিক শক্তি কমিটি’।

ব্রাকের টিইউপি কর্মসূচীর উদ্যোগে গত বুধবার (২৮ নভেম্বর) বিকেলে এক অনুষ্ঠানে নতুন শিক্ষাবর্ষ ও শীতের শুরুতে শিক্ষাসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়। ‘আমরা সবাই সবার’ এ স্লোগান নিয়ে গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় কাজ করছে সেচ্ছাসেবী সংগঠনটি। পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছে সংগঠনের সদস্যরা। তাদের সহায়তা করছে উন্নয়ন সংস্থা ব্র্যাক।

ফারজানার মা লাইজু বেগম মেয়ের জন্য স্কুলব্যাগ পেয়ে খুব খুশী। তিনি বলেন, ফারজানার লেখাপড়ার ইচ্ছা দেখে পাশের গ্রামের এনজিও পরিচালিত একটি স্কুলে প্রাক প্রাথমিক পড়িয়েছি। এইবার অরে স্কুলে ভর্তি করমু। কয়দিন আর কোলে কইর‌্যা ওরে টানতে পারমু জানি না। স্কুল ব্যাগ তো পাইছে, এ্যাহন যদি একটা হুইল চেয়ার পাইলে ওর স্কুলে যাইতে সুবিধা হইতো।

ফারজানার মতো স্কুল শিক্ষার্থী জাকিয়া, মোরসালিন, আরিফা, শাহীন, রাহাত, আদুরীসহ একশ শিক্ষার্থী পেয়েছে নতুন স্কুল ব্যাগ ও ছাতা এবং রেখা, শহরভানু, হোসনেয়ারার মতো অর্ধশত দরিদ্র মা পেয়েছে শীতের কম্বল। শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র পেয়ে তাদের মুখে ছিল হাসি ও চোখে খুশির অশ্রু।

অনুষ্ঠানে উপস্থিত ব্র্যাক পটুয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক তপন ভৌমিক ও সেক্টর স্পোলিষ্টক মো. রফিকুল ইসলাম বলেন, সমাজই পারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসতে। শিক্ষায় অগ্রসর ও দারিদ্রতা জয় করতে পারলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীই একদিন নেতৃত্ব দেবে।


তুলাতলী গ্রাম সামাজিক শক্তি কমিটির সাধারণ সম্পাদক ও শিক্ষক আকতারুজ্জামান দৈনিকশিক্ষা ডটকমকে বলেন, তাঁদের ক্ষুদ্র প্রচেষ্ঠায় এই শিশু ও দরিদ্রদের মুখে যে হাসি ফুটে উঠেছে তা দেখে তারা আরও বেশি অনুপ্রেরণা পেয়েছেন। ভবিষতে তাঁদের এ কর্মকা- অব্যাহত থাকবে।

বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির দৈনিকশিক্ষা ডটকমকে বলেন, দরিদ্র পরিবারের শিশুরা শিক্ষার আলোতে আলোকিত হলে ওই পরিবার একদিন আলোকিত হবে। তিনিও এ কর্মকা-ে নিজেকে নিয়োজিত রাখবেন বলে প্রতিশ্রুতি দেন।


পাঠকের মন্তব্য দেখুন
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028350353240967