বাংলাদেশকে ৩৮৭ রানের টার্গেট দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক |

আগের দুই ম্যাচে শুরুতে স্পিনেই কাবু হন জেসন রয়-জনি বেয়ারস্টো। সাকিব আল হাসানকে শুরুতে বোলিংয়ে আনার সিদ্ধান্ত তাই ভুল বলা যাচ্ছে না। বরং ইংল্যান্ডের দুই ওপেনার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছেন। জেসন রয় দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন। বেয়ারস্টো ফিফটি করেছেন ফিফটি। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে ৬ উইকেটে ৩৮৬ রান তুলেছে ইংল্যান্ড।

বিশ্বকাপের চলতি আসরে এটাই সর্বোচ্চ রান। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ৩৪৯ রান তোলে। এছাড়া বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের এটাই সর্বোচ্চ রান সংগ্রহ। এরআগে ২০১১ বিশ্বকাপে ব্যাঙ্গালুরুয় ভারতের বিপক্ষে ৩৩৮ রান করে ইংল্যান্ড। তবে ওই ম্যাচ জিততে পারেনি তারা। ম্যাচ টাই হয়।

দু'দিন বৃষ্টির কারণে ঢাকা ছিল কার্ডিফের উইকেট। শুরুতে বোলারদের সুবিধা পাওয়ার কথা। কিন্তু মাশরাফিরা সুযোগটা নিতে পারেননি। ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে ১২৮ রানে। ফিফটি করেই মাশরাফির বলে ফিরে যান জনি বেয়ারস্টো। দলের রান দুইশ' ছাড়ালে ২১ রান করে ফেরেন জো রুট। তবে জেসন রয় ছিলেন দুর্দান্ত ফর্মে। তিনি ১২১ বলে ১৪ চার এবং পাঁচ ছয়ে খেলেন ১৫৩ রানের ইনিংস।

সোফিয়া গার্ডেনের নিঁখাদ ব্যাটিং উইকেটে সুবিধা করতে পারেননি সাকিব-মুস্তাফিজরা। সুযোগ নিয়ে জস বাটলার ৪৪ বলে দুই চার ও চারটি ছক্কায় ৬৪ রান করেন। সাইফউদ্দিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মরগান ৩৫ রান করে মিরাজের বলে আউট হন। তবে বেন স্টোকসকে রান করতে দেননি মুস্তাফিজ। শেষের ব্যাটসম্যানরা ছোট ছোট রান পেলে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রান তোলে ইংল্যান্ড।

বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে ৭১ রান দেন সাকিব। মাশরাফি তার ১০ ওভারে দেন ৬৮ রান। মেহেদি মিরাজের ১০ ওভার থেকে ৬৭ রান আসে। তিনি উইকেট নেন দুটি। মুস্তাফিজ ৯ ওভারে খরচা করেন ৭৫ রান। আর সাইফউদ্দিনের ৯ ওভার থেকে আসে ৭৮ রান।  


পাঠকের মন্তব্য দেখুন
ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0048670768737793