বালিয়াকান্দিতে গণিতের প্রশ্ন ফাঁস, পরীক্ষা স্থগিত

রাজবাড়ী প্রতিনিধি |

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণির গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। গতকাল শনিবার উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণির পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রশ্নপত্র ফাঁস হওয়ায় তিন শ্রেণিরই গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সপ্তম শ্রেণির প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উঠে আসে। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় নানা প্রতিক্রিয়া।

বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এজাজ কায়সার জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি প্রশ্নপত্র প্রণয়ন করে। একই প্রশ্নে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর ইউএনওর নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কীভাবে প্রশ্নপত্র ফাঁস হলো তা তদন্ত না করে বলা সম্ভব নয়। এলাকার কয়েকজন শিক্ষক জানান, স্থানীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়নের নিয়ম থাকলেও তারা সেটি করেন না। শিক্ষক সমিতি ঢাকা থেকে প্রশ্নপত্র কিনে আনে। 

বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রণজিৎ কুমার পাল এ প্রসঙ্গে বলেন, 'আমার এবং মাধ্যমিক সমিতির সেক্রেটারির তত্ত্বাবধানে গোপনীয়তার সঙ্গে ঢাকা থেকে প্রশ্ন ছাপানো হয়। পরীক্ষার আগে সব প্রশ্নপত্র উপজেলার বিদ্যালয়গুলোতে সরবরাহ করা হয়ে থাকে। গণিত প্রশ্ন ফাঁসের বিষয়টি শুক্রবার রাতে জানতে পেরেছি। যেহেতু পরীক্ষা স্থগিত হয়েছে, তাই প্রশ্নের বান্ডিল এখনও খুলে দেখিনি, ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে মিল আছে কি-না। লোকমুখে শুনেছি মিল আছে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, প্রশ্নপত্র প্রণয়ন এবং তৈরির বিষয়ে আগামী উপজেলা পরিষদের সভায় বিষয়টি উত্থাপন করা হবে। প্রশ্ন ফাঁস গুরুতর অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0030159950256348