বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপত্তা জোরদার করার আহ্বান ইউজিসির

নিজস্ব প্রতিবেদক |

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপত্তা জোররদার করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বংলাদেশ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন দাবি করে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছে ইউজিসি। এ লক্ষ্যে শ্রেণিকক্ষ থেকে শুরু করে প্রতিটি হল ও ক্যাম্পাসে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানানো হয়েছে। ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুর আরেফিন স্বাক্ষরিত এ প্রেসবিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়গুলোকে এ আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের কোনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এমনকি শিক্ষার্থীদের প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের জীবনকে একদিকে যেমন অনিশ্চয়তার পথে ঠেলে দিচ্ছে। অন্যদিকে ক্যাম্পাস অশান্ত করে শিক্ষার সামগ্রিক পরিবেশ ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ অবস্থার দ্রুত অবসান করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে অধিকতর সচেতনতার সঙ্গে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য ইউজিসি আহ্বান জানাচ্ছে।  

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে শ্রেণিকক্ষ থেকে শুরু করে প্রতিটি হল ও ক্যাম্পাসে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা নিতে ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানাচ্ছে। এছাড়া, কমিশন বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট প্রভোস্ট, সহকারী প্রভোস্ট ও হাউস টিউটরদের সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সজাগ থাকতে অনুরোধ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি বা ডিএসডব্লিউকে নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসন এ বিষয়ে সহায়তা দেবেন।

এছাড়া প্রতিটি হলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি র‌্যাগিং ও মাদকবিরোধী প্রচার-প্রচারণা অব্যাহত রাখতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়কে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রয়োজনে ইউজিসি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে পারে। পূর্বেপ্রেরিত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করার জন্যও বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোপূর্বে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান এবং ক্যাম্পাস ও ছাত্রাবাসে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং ও মাদকবিরোধী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে বলা হয়েছে। পাশাপাশি সিনিয়র শিক্ষার্থী দ্বারা জুনিয়র শিক্ষার্থীদের ওপর পরিচালিত সব ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়গুলো প্রশাসনকে একাধিকবার নির্দেশনা দিয়ে কমিশন থেকে চিঠি পাঠানো হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
ফল জালিয়াতি: পদে রেখেই সচিবের বিরুদ্ধে তদন্ত - dainik shiksha ফল জালিয়াতি: পদে রেখেই সচিবের বিরুদ্ধে তদন্ত শিক্ষক-কর্মচারী বদলি নীতিমালার কর্মশালা কাল - dainik shiksha শিক্ষক-কর্মচারী বদলি নীতিমালার কর্মশালা কাল দুবাইয়ে বন্যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা - dainik shiksha দুবাইয়ে বন্যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি ৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে - dainik shiksha ৯৬ হাজার ৭৩৬ শিক্ষক নিয়োগ, আবেদন করবেন যেভাবে ফিলিস্তিনকে সমর্থনের ‘অভিযোগে’ সেরা ছাত্রীর বক্তৃতা বাতিল - dainik shiksha ফিলিস্তিনকে সমর্থনের ‘অভিযোগে’ সেরা ছাত্রীর বক্তৃতা বাতিল মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে - dainik shiksha মেডিক্যাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারিতে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003835916519165