বিয়ের দাবি করায় কলেজছাত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি |

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিয়ের দাবিতে অনশন করা কলেজ ছাত্রীকে মারপিট করে বিষপানে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে তার প্রেমিকের বিরুদ্ধে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে হাসপাতালে থেকে বিচার দাবি করে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই কলেজ ছাত্রী। এর আগে সোমবার (২৬ আগস্ট) রাতে বিষপানে অসুস্থ অবস্থায় আদিতমারী হাসপাতালে ভর্তি করা হয় ওই কলেজ ছাত্রীকে। প্রেমিক হাফেজ মোঃ রুহুল আমিন রুবেল আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বহর গ্রামের রাজ মোহাম্মদের ছেলে। সে যশোর হাফেজিয়া মাদরাসার ছাত্র।

থানায় অভিযোগসূত্রে জানা গেছে, কলেজ ছাত্রীর সঙ্গে দীর্ঘ ৩/৪ বছর ধরে প্রেমের সম্পর্ক রুবেলের। পাশাপাশি বাড়ি ও সম্পর্কে চাচাত ভাইবোন হওয়ার সুবাদে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে উঠে। কিন্তু ছেলের পরিবার এ সম্পর্ক মানতে নারাজ। অবশেষে প্রেমিক রুহুল আমিন রুবেল তার প্রেমিকা কলেজ ছাত্রীকে সোমবার (২৬ আগস্ট) নিজ বাড়িতে নিয়ে যান এবং পরিবারকে বিয়ের আয়োজন করতে বলেন। কিন্তু তার মা, ভাই, বোনরা রুবেলকে কৌশলে বাড়ি থেকে সরিয়ে নেয় এবং ওই মেয়েকে মারপিট করে জোর করে বিষ খাওয়ানোর পর বাড়ির বাইরে ফেলে রাখে বলে অভিযোগে করেন ওই কলেজ ছাত্রী।

এরপর মেয়েটিকে তার পরিবার স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় আদিতমারী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বিচার দাবি করে প্রেমিক রুবেলসহ ৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই কলেজ ছাত্রী। হাসপাতালের বেডে থাকা ওই কলেজ ছাত্রী বলেন, রুবেলের সঙ্গে আমার সব কিছুই হয়েছে। সে আমাকে বিয়ে করার জন্য নিজ বাড়িতে নিয়ে যায়। কিন্তু তার বাড়ির লোকজন রুবেলকে তাড়িয়ে দিয়ে আমাকে মারপিট করে জোর করে বিষ খাইয়ে বাইরে ফেলে রাখে। এরপর জেগে দেখি হাসপাতালে বেডে আছি।

আদিতমারী হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান খান জানান, ভর্তি কলেজ ছাত্রী আপাত আশংকা মুক্ত। তবে সেরে উঠতে কিছুটা সময় লাগবে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030958652496338