বৈশাখী ভাতা : প্রধানমন্ত্রীকে শিক্ষক নেতাদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক |

এমপিওভুক্ত শিক্ষকরা প্রথমবারের মতো এবছর বৈশাখী ভাতা পেয়েছেন। এতে প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক সংগঠনের নেতারা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দৈনিকশিক্ষা ডটকমে পাঠানো বিবৃতিতে শিক্ষক সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জনাব মো. নজরুল ইসলাম রনি ও বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মেসবাহুল ইসলাম প্রিন্স এক যৌথ বিবৃতিতে বলেন- ২০১৬ খ্রিষ্টাব্দে প্রথম বৈশাখী ভাতা চালু হলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত ছিলেন। দীর্ঘ আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি, জাতীয় প্রেসক্লাবের সামনে ২০১৮ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে শিক্ষকদের আমরণ অনশনের পর  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হলো। শিক্ষক সমাজের প্রত্যাশা আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে ঈদ বোনাস দেয়া হবে।  বিবৃতিতে আরো স্বাক্ষর করেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি গাজী মামুন আল জাকীর, অতিরিক্ত মহাসচিব কামরুল খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহকারী মহাসচিব মো. মঈনুল ইসলাম, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ মুস্তফা জামান রানা, সহ-সভাপতি ড. ফারহানা খানম, লিয়াজোঁ ফোরামের উপদেষ্টা মো. ফিরুজ মিয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মো. মঞ্জুরুল আমিন শেখর প্রমুখ।

বৈশাখী ভাতা দেয়ায় অপর এক বিবৃতিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটির নেতারা। বিবৃতিদাতারা হলেন লিয়াজোঁ কমিটির আহ্বায়ক ড. মো. ইদ্রিস আলী, সদস্য সচিব প্রদীপ কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, মো. নূরুল ইসলাম, শিক্ষক নেতা শেখ মোহাম্মদ, শেখ হাফিজুর রহমান, আমানুল্লাহ আমান, মো. মুজিবর রহমান প্রমুখ।  বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, বাঙালি জাতি যখন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালন করবে তার পূর্বে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি’র সকল লক্ষ্যমাত্রায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য দেশের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা এবং জাতীয়করণ করবেন। 

প্রধানমন্ত্রীকে আরো অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ ও  মহাসচিব জহির উদ্দিন হাওলাদার। মাদরাসা শিক্ষক-কর্মচারীদেরকে বৈশাখী ভাতা প্রদান করায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, উপমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে জানান তারা। 


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0055310726165771