মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন খন্দকার আনোয়ার

নিজস্ব প্রতিবেদক |

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, আর বিদায় নিয়ে বিশ্ব ব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছেন মোহাম্মদ শফিউল আলম।

এই দুটি নিয়োগ চূড়ান্ত হয়েছে বলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন।

জ্যেষ্ঠ সচিব শফিউল আলম ২০১৫ সালের ২৯ অক্টোবর থেকে জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

তার সর্বশেষ চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আর কয়েক মাস বাকি বলে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে তিনি নতুন চুক্তিতে থাকবেন, নাকি নতুন কেউ আসবেন, তা নিয়ে আলোচনা চলছিল।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে উপস্থিত সাংবদিকদের প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, “মন্ত্রিপরিষদ সচিব আরও বড় দায়িত্ব নিয়ে দেশের সেবার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের অলটারনেটিভ ডাইরেক্টর হচ্ছেন। এ বিষয়ে সব কিছু চূড়ান্ত হয়ে গেছে।”


তাহলে পরবর্তী মন্ত্রিপরিষদ সচিব কে হচ্ছেন- জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, “সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম কেবিনেট সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।”

বিষয়টি নিয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, তিনিও খবরটি শুনেছেন।

আগামী তিন বছরের জন্য ওয়াশিংটনে বিশ্ব ব্যাংক সদর দপ্তরে বাংলাদেশ মিশনের দায়িত্ব নিয়ে যাচ্ছেন তিনি। তবে এই সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন এখনও হয়নি।

কবে নাগাদ যোগ দেবেন- জানতে চাইলে শফিউল বলেন, “ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিতে মাস-দুয়েক লাগার কথা। প্রসেস হলে নভেম্বর নাগাদ আশা করি … সম্ভাবনা।”

১৯৫৯ সালে কক্সবাজারে জন্ম নেওয়া শফিউল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর এলএলবিও করেন। পরে যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে উন্নয়ন প্রশাসনে এমএসএস ডিগ্রি নেন তিনি।

১৯৮২ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা শফিউল কর্মজীবনে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।


সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া এখন বিশ্ব ব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। শফিউল তার স্থলাভিষিক্ত হবেন।

শফিউল বলেন, সেতু বিভাগের জ্যেষ্ঠ সচিব খন্দকার আনোয়ার নতুন মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন বলে তিনিও শুনেছেন।

সেক্ষেত্রে শফিউল ওয়াশিংটনে দায়িত্ব নিয়ে গেলে দুই মাসের মধ্যে মন্ত্রিপরিষদ  সচিবের দায়িত্ব নেবেন খন্দকার আনোয়ার।

খন্দকার আনোয়ার ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। ২০১৩ সালে তিনি সচিব এবং ২০১৭ সালে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।

১৯৮৩ বিসিএস ব্যাচের কর্মকর্তা আনোয়ার পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ কল্যাণে। ডেভলপমেন্ট প্ল্যানিং এ তার একটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও রয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026271343231201