যেভাবে কেটেছে এরশাদের শেষ দিনগুলো

নিজস্ব প্রতিবেদক |

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব সময়। এরশাদ দলীয় বিভিন্ন সভা সেমিনারে ঘোষণা দিয়ে আসছেন জাতীয় পার্টি একাই তিনশত আসনে নির্বাচন করবে। কোনো দলের উপর ভর করে আর ক্ষমতার সঙ্গী হবে না। এভাবে করতে করতে নির্বাচনের সময় ঘনিয়ে আসে। এরশাদ ধীরে ধীরে ন্যুজ হয়ে পড়েন। নানা রোগ আর বয়সের ভারে কুলিয়ে উঠতে পারছিলেন না। যখন তার থাকার কথা নির্বাচনী মাঠে ময়দানে। তখন এরশাদ অনেকটা নিস্তব্ধ।

নীরবেই কাটছিল তার দিনগুলো। এরশাদের রুটিন ওয়ার্ক চলে কেবলই সিএমএইচ আর প্রেসিডেন্ট পার্ক। প্রেসিডেন্ট পার্কে নেতাকর্মীদের আনাগোনা থাকলেও সাক্ষাৎকারীদের সংখ্যা প্রতিনিয়ত কমতে থাকে। পার্টির সিনিয়র নেতারা ছাড়া কেউ তার সাক্ষাত পান না। শারীরিক অবস্থা বিবেচনায় তিনি অনেকটা অগোচরে সময় কাটান।

নির্বাচন এলে একটি রাজনৈতিক দলের এরশাদকে দিয়ে কার্য হাসিল করাও হয়ে উঠে নিয়ম। নির্বাচন যতই ঘনিয়ে আসে এরশাদ নাটক ততই ঘনীভূত হতে থাকে। এরইমধ্যে এরশাদ রক্তে হিমোগ্লোবিন সমস্যা নিয়ে দুইবার সিঙ্গাপুর যান। আর সিএমইএইচ তো হয়ে উঠে ঘরবাড়ি। সর্বশেষ নির্বাচনে এরশাদ নিজে দুটি আসনে নমিনেশন দাখিল করেন। তবে একবারের জন্য নির্বাচনী প্রচারণায় যেতে পারেননি। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষ করে ফিরেন নির্বাচনের ঠিক দুইদিন পূর্বে । নিজের ভোট দেয়া থেকেও এবার প্রথবারের মত বঞ্চিত হন এরশাদ। দু’টি আসনের একটি রংপুর-৪ এ জয়লাভ করলেও ঢাকা-১৭ আসনে হেরে যান। আর এরশাদের পার্টি একক এবং জোট দুটি মিলিয়েই নির্বাচন করে। অনেক দেন দরবারের পরে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৭টি আসন ছেড়ে দেয় এককভাবে। আর জাপার আরো দু’শর কাছাকাছি প্রার্থী নির্বাচন করে যৌথভাবে। 

নির্বাচনে এরশাদের পার্টি জোট থেকে ২২টি আসনে জয়লাভ করে সংসদে যায়। তবে জোটে থেকেও বিরোধী দলের ভূমিকায়। এরশাদ হন প্রধান বিরোধী দলের নেতা। সিএমএইচ থেকে হুইল চেয়ারে গিয়ে একা একা শপথ নেন। আর একাদশ সংসদ অধিবেশনের পরে একবার মাত্র কিছু সময়ের জন্য সংসদে গিয়েছিলেন তিনি। নির্বাচনের পরেও একবার এরশাদ সিঙ্গাপুরে যান চিকিৎসার জন্য। নানা রোগে আক্রান্ত এরশাদ নির্বাচনের পরে আরো একাকী হয়ে পড়েন। প্রেসিডেন্ট পার্কে ছোট ছেলে এরিক এরশাদকে নিয়ে বসবাস করলেও আর কোনো নিকটাত্মীয় কাছে থাকতেন না।

নিঃসঙ্গ এরশাদকে পার্টি ও নেতারা মাঝেমধ্যে বাসায় দেখতে গেলেও তার কাছে কিছু সময় অবস্থান করেই ফিরে আসতেন। অসুস্থ অবস্থায় এরশাদ ব্যক্তিগত আইনজীবীকে ডেকে ছেলে এরিকের নামে সম্পদ উইল করে একটি ট্রাস্ট গঠন করেন। এরশাদের মৃত্যুভাবনা থেকে অটিস্টিক ছেলেকে সম্পদ উইল করেন এমনটাই জানা যায়। কেননা মৃত্যুর পরে এরশাদের সম্পদ যাতে কেউ কুক্ষিগত না করতে পারে। এদিকে রুগ্ন এরশাদ হঠাৎ করে ২৬জুন জ্বর ও ফুসফুসে ইনফেকশনে আক্রান্ত হন। এসময় এরশাদের আপনজন বলতে কাছে কেউ ছিল না। কাজের লোকেরা খবর দিলে দ্রুত এরশাদকে সিএমএইচে নেয়া হয়। সেখানেই দুই সপ্তাহের বেশি সময় চিকিৎসা শেষে না ফেরার দেশ পাড়ি দেন এরশাদ। 


পাঠকের মন্তব্য দেখুন
ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষা কর্মকর্তা রেবেকার অনিয়মই যেনো নিয়ম! - dainik shiksha শিক্ষা কর্মকর্তা রেবেকার অনিয়মই যেনো নিয়ম! সনদ জালিয়াতিতে শনাক্ত আরো কয়েকজন নজরদারিতে - dainik shiksha সনদ জালিয়াতিতে শনাক্ত আরো কয়েকজন নজরদারিতে শিক্ষা প্রশাসনে বড় রদবদল - dainik shiksha শিক্ষা প্রশাসনে বড় রদবদল আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি - dainik shiksha আকাশে মেঘ দেখলেই স্কুল ছুটি প্রশ্নফাঁসে শিক্ষক চাই না - dainik shiksha প্রশ্নফাঁসে শিক্ষক চাই না please click here to view dainikshiksha website Execution time: 0.0029730796813965