শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ঘেঁষে তৈরি করা মার্কেট অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক |

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ঘেঁষে গড়ে ওঠা কিছু মার্কেট ও শপিং সেন্টার পরিলক্ষিত হচ্ছে। এতে শিক্ষার্থীদের পাঠদানসহ প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে। তাই, শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ঘেঁষে মার্কেট তৈরি করা যাবে না বলে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে প্রতিষ্ঠানের দেয়াল ঘেঁষে গড়ে ওঠা মার্কেট-শপিং কমপ্লেক্স আপসারণের নির্দেশ দেয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র দৈনিক শিক্ষাডটকমকে জানায়, বহুদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠান ঘেঁষে তৈরি করা মার্কেটের বিষয়ে অভিযোগ আসছিল শিক্ষা মন্ত্রণালয়ে। মার্কেটগুলোর ফলে প্রতিষ্ঠানের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।  চলতি বছর জেলা প্রশাসক সম্মেলনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেয়ালঘেঁষে মার্কেট তৈরি বন্ধের জন্য প্রয়োজনীয় আদেশ জারি করার প্রস্তাব দিয়েছিলেন ঢাকার ডিসি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে।

আরও পড়ুন: স্কুল-কলেজের দেয়াল ঘেঁষে মার্কেট তৈরি বন্ধের সুপারিশ

সে প্রেক্ষিতে গত ২৪ অক্টোবর শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেয়ালঘেঁষে মার্কেট তৈরি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয় প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি, জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব আঞ্চলিক  উপ-পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা শিক্ষা অফিসারকে। কিন্তু সে আদেশে ইতোমধ্যে তৈরি করা মার্কেট অপসারণের কোন নির্দেশনা ছিল না। তাই এ বিষয়ে ফের আদেশ জারি করলো শিক্ষা মন্ত্রণালয়। 

গত ৮ ডিসেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে দেয়াল ঘেঁষে মার্কেট তৈরি করা হচ্ছে। ফলে, শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান ও পরীক্ষার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনের দেয়াল ঘেঁষে মার্কেট তৈরি করা যাবে না। দেয়াল ঘেঁষে মার্কেট তৈরি করা হলে তা অপসারণ করতে হবে এবং ভবিষ্যতে যাতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেয়াল ঘেঁষে মার্কেট তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

আদেশটি ৮ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে বলেও দৈনিক শিক্ষাডটকমকে জানায় শিক্ষা মন্ত্রণালয় সূত্র।


পাঠকের মন্তব্য দেখুন
ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0027360916137695