শিরোপা জয়ের লক্ষ্য জাহানারাদের

নিজস্ব প্রতিবেদক |

আইসিসি টি-২০ বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে আগামী ১৫ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। চূড়ান্ত দল ঘোষণা না করা হলেও মিরপুর স্টেডিয়ামে চলছে নারী দলের ক্যাম্প। আজ বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে নারী দল। প্রতিপক্ষ বিকেএসপির অনূর্ধ্ব-১৬ কিশোর দল।

স্কটল্যান্ডে ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। গতবারের ন্যায় এবারও বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়ে টি-২০ বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিতে চায় বাংলাদেশ। জাতীয় দলের পেসার জাহানারা আলম বলেছেন, বাছাই পর্বে শিরোপা জেতার জন্যই খেলবে বাংলাদেশ।

দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তিনি। আইসিসি ডেভেলপমেন্ট স্কোয়াডের হয়ে ইংল্যান্ডে ছয়টি ম্যাচ খেলেছেন জাহানারা ও ফারজানা হক পিংকি। ইমার্জিং দলের দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন জাতীয় দলের অনেক ক্রিকেটার। সবমিলিয়ে দলটা ভালো ছন্দে আছে বলেই দাবি জাহানারার।

বাছাই পর্বে আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, থাইল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে থাকছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ৩১ আগস্ট টুর্নামেন্টের প্রথম দিনে ফোরফারশায়ার ক্রিকেট ক্লাবে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। তার আগে আরব্রোয়াথ স্পোর্টস ক্লাবে ২৯ আগস্ট বাংলাদেশ তার প্রস্তুতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র বিপক্ষে এবং ৩ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৫ সেপ্টেম্বর ৪টি কোয়ার্টার ফাইনাল এবং ৭ সেপ্টেম্বর বাছাই পর্বের ফাইনাল মাঠে গড়াবে।

আইসিসি ডেভেলমেন্ট স্কোয়াডের হয়ে ইংল্যান্ডে তিনদিনে ছয়টি ম্যাচ খেলেছেন জাহানারা, পিংকি। বাছাই পর্বের দলটা নিয়ে বেশ আশাবাদী জাহানারা। ডানহাতি এই পেসার বলেছেন, ‘আমার মনে হয় সবকিছু মিলিয়ে বর্তমানে ভালো একটি কম্বিনেশনে আছি আমরা।’

প্রস্তুতিতে ঘাটতি দেখছেন না তিনি। জাহানারা বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় ইমার্জিং দলে যারা যারা পারফর্ম করেছে তাদের অধিকাংশই এখানে আছে। পাঁচজন সিনিয়র ক্রিকেটার শুধু ওখানে অনুশীলনে ছিল। বাকিরা সবাই ম্যাচের মধ্যে ছিল। তাই ওখান থেকেই তাদের প্রস্তুতি হয়ে গেছে। আমি এবং পিংকি ইংল্যান্ডে গিয়েছিলাম। ওখানে প্রতিদিন আমরা দুটি করে ম্যাচ খেলেছি। তিন দিনে ছয়টি। আমার মনে হয় আমরা ভালোভাবেই প্রস্তুত।’

আগেরবার নেদারল্যান্ডসে বাছাই পর্ব জিতে বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি নারী দল। স্কটল্যান্ডে অনুষ্ঠিতব্য এবারের বাছাইপর্বেও ট্রফি জিততে চান জাহানারা। অভিজ্ঞ এই পেসার বলেন, ‘এবারও লক্ষ্য স্থির করেছি চ্যাম্পিয়ন হয়েও বিশ্বকাপ খেলার। তবে আমার বিশ্বাস গতবারের তুলনায় এবার আরও ভালো কিছু হবে।’

বড় দলগুলোর সঙ্গে নিজেদের পার্থক্যের কথা জানাতে গিয়ে জাহানারা প্রথমেই উল্লেখ করেছেন ব্যাটিং দুর্বলতার কথা। গতকাল এ সম্পর্কে তিনি বলেন, ‘এক নম্বর বলব অবশ্যই ব্যাটিং। দ্বিতীয় হচ্ছে, অভিজ্ঞতা। ওরা যে পরিমাণ ম্যাচ খেলে, ম্যাচ বাই ম্যাচ ওরা হারছে জিতছে বিভিন্ন কন্ডিশনে। ঐ জিনিসটা থেকে আমরা আসলে পিছিয়ে আছি। বোলিং এবং ফিল্ডিং ইউনিটে আমরা বিশ্বের শীর্ষ দলের একটি। বিভিন্ন টপ ক্লাস দলগুলোকে আমরা কম রানের মধ্যে আটকে ফেললেও ব্যাটিং দিয়ে জেতা হয়ে ওঠে না।’


পাঠকের মন্তব্য দেখুন
প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ - dainik shiksha প্রাথমিকের শিক্ষকদের ফের অনলাইনে বদলির সুযোগ তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার - dainik shiksha তীব্র তাপপ্রবাহের ভেতরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি নতুন শিক্ষাক্রম ও কিছু কথা - dainik shiksha নতুন শিক্ষাক্রম ও কিছু কথা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার - dainik shiksha স্কুলে দুই শিফটের ক্লাস চালু রাখার সভা রোববার শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য - dainik shiksha শিক্ষা কর্মকর্তার আইডি ভাড়া নিয়ে প্রধান শিক্ষকের বাণিজ্য শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন - dainik shiksha নিষিদ্ধ, মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন please click here to view dainikshiksha website Execution time: 0.004580020904541