শ্রীলঙ্কা সফর স্থগিত টাইগারদের

নিজস্ব প্রতিবেদক |

দু’বোর্ডের মধ্যে কোয়ারেন্টিন ইস্যুতে সমোঝতা না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফরটি স্থগিত হয়ে গেলো।

শ্রীলঙ্কা সফর স্থগিতের বিষয়টি গতকাল নিশ্চিত করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শ্রীলঙ্কা বোর্ডের প্রদত্ত শর্তাবলী মেনে নেয়া অসম্ভব জানিয়ে তিনি বলেন, যখন এ জাতীয় কোন শর্তাবলী থাকবে না, তখন সুবিধাজনক সময়ে পুনরায় সিরিজটি আয়োজনের জন্য বলবো। গতকাল আমরা ওদের কাছ থেকে বার্তা পেয়েছি এবং জানিয়ে দিয়েছি যে এটা সম্ভব না, রি-সিডিউল করতে হবে। পরিস্থিতি যখন ভালো হবে এবং এই ধরনের কন্ডিশন থাকবে না তখন আমরা যাব।’

তিনি বলেন, ‘তাদের ক্রিকেট বোর্ড (শ্রীলঙ্কা), ক্রীড়া মন্ত্রণালয় অনেক চেষ্টা করেছে। আমরা আমাদের ন্যূনতম চাহিদা তাদের পাঠিয়েছি। তারা একটি বাদে সবগুলোতেই রাজি ছিল। যেটিতে তারা সম্মত হতে পারেনি, সেটি হলো গুরুত্বপূর্ণ- ১৪ দিনের কোয়ারেন্টিন। আমাদের কোয়ারেন্টিন ও আইসোলেশন দু’টিই নিতে হবে। তাদের কোয়ারেন্টিন সম্পূর্ণ আইসোলেশনের মতো।

বিসিবি প্রধান বলছেন, ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকলে খেলোয়াড়দের ওপড় মনস্তাত্ত্বিক প্রভাব পড়বে, যা তাদের পারফরমেন্সকে প্রভাবিত করতে পারে।

তিনি বলেন, ‘১৪ দিনের আইসোলেশন তাদের ফিটনেস ও পারফরমেন্সের জন্য একটা ধাক্কা হবে। ১৪ দিনের কোয়ারেন্টিন মানসিক ব্যাধি থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনেক সময় লেগে যাবে। আমরা ইতোমধ্যে বলে দিয়েছি, এই পরিস্থিতিতে খেলা সম্ভব নয়।’

সভাপতি আরও বলেন, ‘দেশের বাইরে থেকে আসা সবাই ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিন অনুসরণ করতে বলা হয়, এটি শুধুমাত্র আমাদের জন্য নয়। এই মুহূর্তে তাদের দেশে এমনই নিয়ম। তারা আমাকে এটি অবহিত করেছে, এই পরিস্থিতিতে সফর করা সম্ভব নয় বলে তাদের জানিয়েছি আমরা। যখন পরিস্থিতি ভালো হবে, তখন আমরা খেলবো।’

শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও ক্রিকেটারদের অনুশীলন বন্ধ হচ্ছে না। সামনেই ঘরোয়া ক্রিকেট ফিরবে, এমন ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমরা ঘরোয়া ক্রিকেট লীগের খেলাগুলো চালু করে দিব। আমি বলেছি ওদের প্রস্তাবটা দিতে। খেলা তো শুরু করা যায় এটা তো সমস্যা না। কিন্তু কিভাবে আমরা করোনা পরিস্থিতি মোকাবিলা করে ক্রিকেটারদের নিরাপদে রেখে খেলা পরিচালনা করতে পারি সেই প্রস্তাব দিতে বলেছি।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030078887939453