সম্মেলনকে কেন্দ্র করে তৎপর সিলেটের ছাত্রদল নেতারা

সিলেট প্রতিনিধি |

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সম্মেলন নিয়ে ঘুম হারাম হয়ে গেছে সিলেটের নেতাকর্মীদের। ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নির্ধারণে রুদ্ধদ্বার বৈঠকও করেছেন তারা। গত রোববার নগরীর লামাবাজার একটি হোটেলে ওই বৈঠক হয়। এতে সিলেটের সাতটি শাখার ছাত্রনেতারা অংশ নেন। বৈঠকে ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সম্মেলনে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট দেয়া নিয়ে কথা হয় বলে জানা গেছে। এদিকে সম্মেলনে অংশ নিতে গতকাল বৃহস্পতিবারই কয়েকজন নেতা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

আগামীকাল শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সম্মেলন। সংগঠনের নির্বাচনী তফসিল অনুযায়ী, এর প্রতিটি শাখার শীর্ষ পাঁচ নেতা সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট দিতে পারবেন। ছাত্রদলের ১০টি সাংগঠনিক বিভাগের ১১৭টি শাখায় ভোটার আছেন ৫৩৩ জন কাউন্সিলর (ভোটার)। এর মধ্যে সিলেট বিভাগের সিলেট মহানগর শাখা, বিভাগের চারটি জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ শাখা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখায় ভোটার আছেন ৩৫ জন।

জানা গেছে, যারা কেন্দ্রীয় ছাত্রদলের নেতা নির্বাচিত হবেন পরবর্তী সময়ে তারাই সিলেটের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণে নিয়ামক হিসেবে কাজ করবেন। এ কারণে দেশের সব ছাত্রনেতার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিলেটের ছাত্রনেতারা পা বাড়াবেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এদিকে সম্মেলন ঘিরে সিলেট বিভাগের ছাত্রদলের ভোটারদের মধ্যে প্রাণচাঞ্চল্য বিরাজ করছে। এবারের কেন্দ্রীয় সম্মেলনে সভাপতি পদে ৯ জন আর সাধারণ সম্পাদক পদে ১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদলের একটি সূত্রে জানা গেছে, রোববার বৈঠকে বসেন সিলেট বিভাগের ছাত্রদলের ৭ শাখার ভোটাররা। বৈঠকে ৫ জন ছাড়া সবাই উপস্থিত ছিলেন। এতে কেন্দ্রীয় সম্মেলনে কাকে ভোট দেয়া যায়, তা নিয়ে খোলাখুলি আলোচনা করেন তারা।

বৈঠকের বিষয়টি স্বীকার করে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন বলেন, ছাত্রদলের যারা যোগ্য, যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিতে পারবেন বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে তাদেরই যেন ভোট দেয়া হয় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এদিকে কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিয়ে বেশ কয়েকজন নেতা ঢাকা অভিমুখে রওনা দিয়েছেন। অনেকেই আজ শুক্রবার ঢাকা যাবেন বলে জানা গেছে।


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0027170181274414