সরকারিকরণ দাবিতে ৮ বিভাগীয় শহরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |

সরকারিকরণের দাবিতে  বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে রোববার (১৬ সেপ্টেম্বর) ৮ বিভাগীয় শহরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। গত ৬ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে যাওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছিল শিক্ষক সমিতি।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর বিভাগীয় শাখা ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত। বিভাগীয় কার্যালয়ের মানববন্ধনের  বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর মাধ্যমে  বাদপড়া প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন শিক্ষক নেতার। এসময় উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি মামুনুর রশিদ খোকন, বিভাগীয় সিনিয়র যুগ্ম মহাসচিব সুমন কুমার চাকি,বিভাগীয় সাধারণ সম্পাদক ধরণী মোহন রায়, সহসভাপতি বকতিয়ার রহমান,অর্থ সম্পাদক রায়হান মিয়া প্রমুখ।

বাদপড়া প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের  দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত খুলনা,রাজশাহী,ময়মনসিংহ,সিলেট,চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। ঢাকার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ঢাকা বিভাগের উদ্যোগে মানববন্ধন শেষে  বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি  দেয়া হয়।  ঢাকা বিভাগীয় সভাপতি বদরুল আমীন সরকার ফরহাদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ময়মনিসংহ বিভাগের উদ্যোগে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে  বাদপড়া প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে ময়মসিংহ বিভাগীয় বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি  দেয়া হয়।  সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো. কামাল হোসেনসহ অন্য নেতারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির খুলনা বিভাগের উদ্যোগে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে  বাদপড়া প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবিতে খুলনা বিভাগীয় বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি  দেয়া হয়।  সমিতির খুলনা বিভাগীয় সভাপতি মো: মিজানুর, সমিতির ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: চাঁদ আলী এবং খুলনা বিভাগের ১০ টি জেলার সভাপতি,সহ সভাপতিসহ অন্য শিক্ষক নেতারা এসময় উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকন দৈনিকশিক্ষা ডটকমকে জানান, সরকারিকরণের দাবিতে রোববার বিভাগীয় শহরগুলোতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। একই দাবিতে ২২ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং ২৮ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

গত ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা অবস্থান নেয়ায় চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় শিক্ষকরা বিক্ষোভ প্রদর্শন করেন। সেখান থেকে ৫ শিক্ষককে আটক করে পুলিশ। আটককৃত শিক্ষকদের বিকেল ৪টার দিকে আটক শিক্ষকদের ছেড়ে দেয়া হয়।

বর্তমান সরকারের আমলে ২০১৩ খ্রিস্টাব্দের ৯ জানুয়ারি সারাদেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়। তবে সে সময়ে বেসরকারি বিদ্যালয়ের সংখ্যা যথাযথভাবে উপস্থাপিত না হওয়ায় সারাদেশের ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের সুযোগ থেকে বঞ্চিত হয়।

সরকারিকরণের দাবিতে তৃতীয় ধাপেও বাদ পড়া এই বিদ্যালয়গুলোর শিক্ষকরা গত ২১ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথমে অবস্থান ধর্মঘট পালন করেন। পরে ২৬ জানুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচিও শুরু করেন তারা। তবে তিনজন সচিবের আশ্বাসে ৭ ফেব্রুয়ারি অনশনের ১৮ দিন পর কর্মসূচি স্থগিত করে বাড়ি ফিরে যান। কিন্তু এখন পর্যন্ত সরকার বাদপড়া ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের দাবির বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা নেমে আসে।


পাঠকের মন্তব্য দেখুন
ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0030229091644287