সরকারিকৃত স্কুল শিক্ষকদের আত্তীকরণ দ্রুত শেষ করার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক |

সরকারিকৃত স্কুলগুলোর শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে শিক্ষকদের আত্তীকরণের কাজ শেষ হবে বলে শিক্ষক নেতাদের জানিয়েছেন তারা। সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির নেতাদের সাথে সাক্ষাৎকালে এসব তথ্য জানান কর্মকর্তারা। সমিতির নেতারা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে। 

জানা গেছে, গত ৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে দেখা করেন সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির নেতাদের একটি প্রতিনিধি দল। সমিতির সভাপতি সুধাংশ শেখর তালুকদার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। 

শিক্ষক নেতারা দৈনিক শিক্ষাডটকমকে জানান,  ওই দিন সকালে প্রতিনিধি দল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নবনিযুক্ত সচিব মো. মাহবুব হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর শিক্ষক নেতারা সরকারিকরণ কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব নাজমুল হকের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে শিক্ষক নেতারা অতিরিক্ত সচিবের কাছে স্কুল শিক্ষকদের আত্তীকরণ বিধিমালা দ্রুত অনুমোদন ও প্রকাশের দাবি তুলে ধরেন। ১৯৮৩ খ্রিষ্টাব্দের বিধিমালায় আত্তীকরণ হওয়ায় শিক্ষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন বলেও জানানো হয় অতিরিক্ত সচিব নাজমুল হককে। এছাড়া আত্তীকরণের কাজ দ্রুত শেষ করতে সরকারিকৃত স্কুল শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়। 

শিক্ষক নেতারা দৈনিক শিক্ষাডটকমকে আরও জানান, প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎকালে অতিরিক্ত সচিব নাজমুল হক দ্রুততম সময়ের মধ্যে আত্তীকরণ বিধিমালা প্রণয়ন ও আত্তীকরণের কাজ দ্রুত শেষ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানান। এসময় দ্রুত মিটিং ডেকে এক থেকে দেড় মাসের মধ্যে বাকি থাকা সরকারিকৃত স্কুলগুলোর আত্তীকরণের কাজ শেষ করার পরিকল্পনার বিষয়ে জানান অতিরিক্ত সচিব নাজমুল হক।


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0054621696472168