সরকারিভাবে শিক্ষা দিবস পালনের আহ্বান বিটিএর

নিজস্ব প্রতিবেদক |

আজ ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) মহান শিক্ষা দিবস। ১ সরকারিভাবে শিক্ষা দিবস পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় এ আহ্বান জানান সমিতির শিক্ষক নেতারা। দুপুরে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়ার সভাপতিত্বে সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কাওছার আলী শেখ। সভার শুরুতে ১৯৬২ খ্রিষ্টাব্দের ১৭ সেপ্টেম্বর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। 

এরপর শরীফ কমিশনের প্রতিক্রিয়াশীল শিক্ষানীতির বিরুদ্ধে সাহসী সংগ্রামে অংশগ্রহণকারীসহ গ্রেফতার হওয়া ছাত্র আবদুল হালিম ও আবদুল হামিদসহ আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক নেতারা। সভায় শিক্ষা দিবস সরকারীভাবে পালনের আহ্বান জানান শিক্ষক নেতারা। ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে তাঁরা বলেন, তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খান ক্ষমতা দখলের পর পরই ১৯৫৮ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর এস এম শরীফের নেতৃত্বে গঠন করেন শরীফ কমিশন নামের শিক্ষা কমিশন। যা ১৯৫৯ খ্রিষ্টাব্দের ২৬ আগস্ট প্রতিবেদনে শিক্ষা সংকোচন নীতির স্বপক্ষে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন।

তাই তৎকালীন পাকিস্তান সরকারের জনবিরোধী শিক্ষা সঙ্কোচনমূলক শিক্ষানীতির প্রতিবাদে এবং একটি গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে ১৯৬২ খ্রিষ্টাব্দের ১৭ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণআন্দোলনে ঝাপিয়ে পড়ে। পাকিস্তানী শাসকদের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ঐ দিন শহিদ হন; ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না জানা অনেকেই এবং গ্রেফতার হন ছাত্র ইউনিয়নের আবদুল হালিম ও আইনের ছাত্র আবদুল হামিদ।

তাই শিক্ষার জন্য আত্মত্যাগীদের স্মরণ করতে তাৎপর্যপূর্ণ এ দিবসটি পালন করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সভায় অন্যান্যের মধ্যে আরও সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহ-সভাপতি আলী আসগর হাওলাদার, বেগম নূরুন্নাহার, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মোস্তফা জামান খান, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পাঠাগার সম্পাদক অশোক কান্তি গুহ, সহ-দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক ফাহমিদা রহমান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শাহানা বেগম প্রমুখ।


পাঠকের মন্তব্য দেখুন
হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026800632476807