সার্ভার জটিলতায় এমপিও প্রক্রিয়াকরণ বন্ধ, ভোগান্তিতে হাজারো শিক্ষক

নিজস্ব প্রতিবেদক |

জামিলুর রহমান বিদেশ সফরে গেছেন। সাথে নিয়ে গেছেন এমপিও প্রক্রিয়াকরণ সার্ভারের পাসওয়ার্ড। সহকর্মী বা বসদের কাউকে হস্তান্তর করে যাননি পাসওয়ার্ড। ফলে চারদিন বন্ধ ছিল সার্ভার। মে মাসের এমপিও প্রক্রিয়াকরণ বন্ধ ছিল। গতকাল বুধবার দেশে ফিরেছেন ইএমআইএস সেলের প্রধান জামিলুর রহমান। ইএমআইএস সেলের আরো ৫ জন কর্মকর্তা ‘প্রমোদভ্রমণে মালয়েশিয়া রয়েছেন। সেসিপ প্রকল্পের অধীনে ভ্রমণে গেলেও শিক্ষা অধিদপ্তরের কাছ থেকে অনুমতি নেননি তারা। বুধবার বিকেলে অফিসে যোগ দিয়ে জামিলুর দেখেন আরও নতুন সমস্যা যুক্ত হয়েছে। সব মিলে আজ বৃহস্পতিবারও সার্ভার কাজ করছে না। কবে ঠিক হবে তা কেউ জানে না। আজ সকালে জামিলকে তলব করেছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. গোলাম ফারুক। সার্ভার সম্পর্কে মহাপরিচালককে কিছু সত্য কিছু মিথ্যা তথ্য দিয়েছেন জামিল। প্রত্যক্ষদর্শীরা দৈনিক শিক্ষাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বিদেশী লোনের টাকায় চলা সেসিপের তত্ত্বাবধানে রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেল। সেসিপ ও শিক্ষা অধিদপ্তরের সবাই বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষক। আর এমপিও প্রক্রিয়াকরণের সাথে যুক্ত ইএমআইএস সেলের অধিকাংশ সেসিপে অস্থায়ী চাকরি পেয়ে পরে রাজস্ব খাতভুক্ত হয়েছেন।

শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, নয়টি আঞ্চলিক অফিস থেকে টেলিফোনে সার্ভার জটিলতার কথা জানানো হয়েছে। প্রায় ৩০ হাজার শিক্ষক ক্ষতিগ্রস্ত হবেন জটিলতা দূর না হলে। তারা কমপক্ষে দুইমাস বেতন-ভাতার সরকারি অংশ থেকে বঞ্চিত হবেন। 

জানা যায়, সার্ভার জটিলতা নিরসনে আন্তরিক উদ্যোগ না নেয়ায় বার বার এমপিও পিছিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন বেসরকারি শিক্ষকরা। এতে ক্ষুব্ধ হয়ে বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম রনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও আলাদাভাবে হয় তাদের সার্ভারের কোনও জটিলতা হয় না। কিন্তু স্কুল-কলেজ ও মাদরাসার এমপিও প্রক্রিয়াকরণে বার বার সার্ভার জটিলতার অজুহাত দেখানো হয়। আসলে শিক্ষা অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে বেসরকারি শিক্ষকদের পদায়ন দেয়া জরুরি। কারণ, তারা এমপিওর সব সমস্যা সম্পর্কে অবগত। সরকারি কলেজ শিক্ষকরা বেসরকারি শিক্ষকদের তুচ্ছ-তাচ্ছিল্য করেন। অবহেলা করেন, যা মানা যায় না।   


পাঠকের মন্তব্য দেখুন
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি - dainik shiksha দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ - dainik shiksha আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান, ভিডিয়ো প্রকাশ অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী - dainik shiksha আমি সরকার পরিচালনা করলে কৃষকদের ভর্তুকি দিবই: প্রধানমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030360221862793