সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে, আসছে রেল যোগাযোগ : পরিকল্পনামন্ত্রী

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি |

আগামী দুই বছরের মধ্যে সুনামগঞ্জে রেলপথ চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি। একনেকের আগামী সভায় সুনামগঞ্জ রেললাইন চালুর প্রকল্প পাস করার জন্য তিনি বদ্ধপরিকর বলে জানান। এছাড়াও সুনামগঞ্জে এই প্রথম জাতীর জনক শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়’ হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘ভাটি এলাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মমত্ববোধ কাজ করে। তিনি এ অঞ্চলের উন্নয়নের ব্যাপারে খুবই আন্তরিক। তার অধীনেই আগামী দুই বছরের মধ্যে সুনামগঞ্জে রেল আসবে। আমার বিশ্বাস রেলের প্রকল্প একনেকে পাস করেই আমি মরব।’

গত শনিবার সুনামগঞ্জের শহীদ আবুল হোসেন মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান এমপি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্যে সুনামগঞ্জের উন্নয়ন পরিকল্পনা ও বাস্তায়নকৃত প্রকল্পসমূহ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জ একদিন সারাদেশের রোল মডেলে তৈরি হবে। দেশের অন্যতম এ জেলার সম্ভাবনাময় জনগণকে কাজে লাগাতে হবে।’

এরপর তিনি বলেন, ‘আমি দৃঢ় প্রতিজ্ঞ শেখ হাসিনার এই আমলেই সুনামগঞ্জে রেল আসবে। একনেকের আগামী সভায় সুনামগঞ্জ রেললাইন চালুর প্রকল্পটি পাস করা হবে।’

সভায় সুনামগঞ্জের ভবিষ্যত উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘সুনামগঞ্জ আমার বাপ দাদার ভিটা। এখানে জাতীর জনক শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে। এছাড়াও নার্সিং ইনস্টিটিউট, হেলথ টেকনোলজি ইনস্টিটিউট নির্মাণাধীন রয়েছে। শীঘ্রই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে এখানে।’

এই সরকারের আমলে সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন এসেছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে ময়মনসিংহের সঙ্গে সুনামগঞ্জের সীমান্ত সড়ক যোগোযোগ ব্যবস্থা চালু করেছি আমরা। সুরমা নদীর ওপর হালুয়ারঘাট-দারারগাঁও সেতু নির্মাণ করেছি।’

এছাড়াও গণদাবির প্রেক্ষিতে তাহিরপুরের বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটকে জেলা শহরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আনতে বিশ্বম্ভরপুর-তাহিরপুরের মধ্যবর্তী মিয়ারচর-পাঠানপাড়ায় জাদুকাটা নদীর ওপর দ্বিতীয় জাদুকাটা সেতু নির্মাণ পরিকল্পনার কথা উল্লেখ করেন মন্ত্রী এম.এ মান্নান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ও গবেষক অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ প্রমুখ।


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.00335693359375