স্কুলে ভর্তি পরীক্ষাও শেষ করতে হবে ১০ ডিসেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক |

নির্বাচন কমিশনের আদেশে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা দ্রুত শেষ করা হচ্ছে। কিন্তু এখন নির্বাচন কমিশন সরকারি স্কুলগুলোর ভর্তিপরীক্ষার সময়ও এগিয়ে আনার কথা বলছে। নতুন নির্দেশে ভর্তি পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে। কিন্তু বিভিন্ন শ্রেণিতে এত তাড়াতাড়ি ভর্তি পরীক্ষা শেষ করা নিয়ে অনেকটা বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। এমনকি সরকারি স্কুলগুলোর ভর্তি পরীক্ষা শেষ করা নিয়েও বেশ সমস্যায় পড়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

সূত্র জানায়, আগামী ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায় অধিদপ্তর। তবে গতকাল মঙ্গলবার ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে, ১০ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষাও শেষ করতে হবে।

অধিদপ্তর সূত্র জানায়, নতুন করে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আজ বুধবার আবার সভা ডাকা হয়েছে। এই সভায় ১০ ডিসেম্বরের মধ্যে নতুন তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হবে।

জানা যায়, খসড়া ভর্তি নীতিমালায় গত বছরের মতো এবারও রাজধানীর ৩৫টি বিদ্যালয়কে তিনটি গুচ্ছে ভাগ করা হয়েছে। এই তিন গুচ্ছের পরীক্ষা তিন দিন নেওয়ার পরিকল্পনা অধিদপ্তরের। সেভাবেই তারা তারিখ নির্ধারণ করেছিল। এখন ১০ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা শেষ করতে হলে স্কুলগুলোকে এর আগেই বার্ষিক পরীক্ষা শেষ করতে অনুরোধ করা হবে বলে জানা গেছে। প্রয়োজনে সকাল-বিকেলেও পরীক্ষা নেওয়া হতে পারে। আর ডিসেম্বরের একেবারে শেষের দিকে সরকারি স্কুলগুলোর প্রথম শ্রেণির লটারি আয়োজন করা হবে।

জানতে চাইলে অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. মো. আবদুল মান্নান বলেন, ‘১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে স্কুলগুলোকে মৌখিকভাবে বলা হয়েছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশও জারি করা হবে। আর ১০ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করে নীতিমালার খসড়া আমরা মন্ত্রণালয়ে পাঠাব।’

রাজধানীর বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা যায়, বেসরকারি স্কুলগুলো ইতিমধ্যেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং বিভিন্ন শ্রেণির জন্য ফরম বিতরণ শুরু করেছে। বেশির ভাগ স্কুলই ফরম বিতরণ শুরু করলেও ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেনি। তারাও শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালার দিকে তাকিয়ে আছে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, ‘আমরা ১০ ডিসেম্বরের মধ্যেই বার্ষিক পরীক্ষা শেষ করব। আর এর পরপরই বিভিন্ন শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। যদি আগেভাগে ভর্তি পরীক্ষাও শেষ করতে হয় তাহলে তো শিক্ষা মন্ত্রণালয়ের আগেভাগেই নির্দেশনা দেওয়া উচিত। কিন্তু তারা এখনো কিছু জানাচ্ছে না। যারা ভর্তি পরীক্ষা দেবে তাদেরও প্রস্তুতির বিষয় আছে।’

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন সুলতানা বলেন, ‘আমরা ১০ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করার প্রস্তুতি নিয়েছি। একটু আগে শেষ করতে হলেও কোনো সমস্যা হবে না। আর আমরা এখন পর্যন্ত শুধু প্রথম শ্রেণির জন্যই ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছি। লটারিও ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করব।’


পাঠকের মন্তব্য দেখুন
ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.002697229385376