স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণের ঘোষণার আহ্বান

নিজস্ব প্রতিবেদক |

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার অবহেলিত শিক্ষকদের চাকরি সরকারিকরণের ঘোষণা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির নেতারা। মঙ্গলবার (২২জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণ হলে  নব দিগন্ত উন্মোচিত হবে।

 

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা মো.আব্দুর রহমান শাহাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 

সমিতির  মহাসচিব মাওলানা কাজী মোখলেসুর রহমান মহাজোটের বিজয়কে ১৬ কোটি বাঙালির বিজয় বলে উল্লেখ করে দেশবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকার বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের চাকরি সরকারিকরণের ঘোষণা দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবেন। বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করে ইসলামী শিক্ষার যে গোড়া পত্তন করেছিলেন তাঁর কন্যা শেখ হাসিনার বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারিকরণ করে ইসলামের মূল ভিত্তি মজবুত করবেন এটাই জাতির প্রত্যাশা

তিনি আরও বলেন,স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা ২০১৮ অনুমোদন করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৫ বছর যাবত অবহেলিত বঞ্চিত শিক্ষকদের মনে আশার আলো ছড়িয়ে দিয়েছেন।  

দপ্তর সম্পাদক মমতাজ বিন হাকিম বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করার পর প্রাথমিক স্কুল সরকারিকরণ করেন। তাঁর মৃত্যুর পর অনেক সরকার এসে  গেছে কোন সরকার প্রাইমারি  সরকারিকরণ করেনি। কারণ তারা কেউ শিক্ষা বান্ধব সরকার ছিল না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পিতার পথ অনুসরণ করে পুনরায় ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণ করে শিক্ষাক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেন। শিক্ষাপ্রতিষ্ঠানে সুযোগ-সুবিধা বৃদ্ধি করে প্রমাণ করেছেন তার হাতে দেশ নিরাপদ।

 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, দপ্তর সম্পাদক মো. হাকিম হাফেজ মাহমুদ গোপালগঞ্জ, কাজী মাওলানা মফিজুর রহমান গোপালগঞ্জ, রেজাউল করিম ,আলহাজ্ব আনোয়ার হোসেন, নাসরিন বেগম, সিরাজুল ইসলাম, কাজী মনিরুজ্জামান, এ বি এম নাজিম উদ্দিন, এবিএম আব্দুল কুদ্দুস, এ কে আজাদ, এনামুল হক, মোখলেসুর রহমান ,আনোয়ার হোসেন, একরাম মাওলানা জাহিদ হাসান, নজরুল ইসলাম, হাসান ইমরান হাবিবুল্লাহ, মাওলানা রুহুল আমিন প্রমুখ।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0053610801696777