হংকংয়ে বিশ্ববিদ্যালয় থেকে চার হাজার বোমা উদ্ধার

দৈনিকশিক্ষা ডেস্ক |

হংকংয়ের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে তল্লাশি অভিযান গতকাল শুক্রবার শেষ করেছে পুলিশ। অভিযানে তারা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় চার হাজার পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে। অভিযান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীরা দুই সপ্তাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরোধ করে রেখেছিল। এদিকে আন্দোলনকারীরা নতুন করে রবিবার সমাবেশ এবং সোমবার ধর্মঘট করার কথা জানিয়েছে।

এদিকে থাইল্যান্ডে সফরে থাকা হংকংয়ের প্রধান নিবাহী ক্যারি লাম বলেছেন, ‘আমি আশা করি, হংকং দ্রুত আগের অবস্থানে ফিরে যাবে। যেমনটা আমরা আগেও করেছি।’ তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের আন্দোলনের ডাক দিয়ে একটি পোস্ট ব্যাপক সমর্থন পেয়েছে। সেখানে বলা হয়েছে, ‘যদি সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে তাহলে আমরা পাঁচ থেকে ছয় দিন সর্বত্র আন্দোলন ছড়িয়ে দেব। আমাদের একটি দিন নির্ধারণ করতে হবে।’

জুন থেকে শুরু হওয়া আন্দোলনে বিক্ষোভকারীরা গত ১৭ নভেম্বর থেকে পলিটেকনিক বিশ্ববিদ্যালয়কে আন্দোলনের মূল কেন্দ্রে পরিণত করেছিল। এখান থেকে তারা পুলিশের ওপর ইটপাটকেল, পেট্রলবোমা, তীর-ধনুক আর গুলতি দিয়ে পুলিশের ওপর আক্রমণ চালিয়েছিল। সূত্র : রয়টার্স।

হংকংয়ের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে তল্লাশি অভিযান গতকাল শুক্রবার শেষ করেছে পুলিশ। অভিযানে তারা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় চার হাজার পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে। অভিযান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীরা দুই সপ্তাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরোধ করে রেখেছিল। এদিকে আন্দোলনকারীরা নতুন করে রবিবার সমাবেশ এবং সোমবার ধর্মঘট করার কথা জানিয়েছে।

এদিকে থাইল্যান্ডে সফরে থাকা হংকংয়ের প্রধান নিবাহী ক্যারি লাম বলেছেন, ‘আমি আশা করি, হংকং দ্রুত আগের অবস্থানে ফিরে যাবে। যেমনটা আমরা আগেও করেছি।’ তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের আন্দোলনের ডাক দিয়ে একটি পোস্ট ব্যাপক সমর্থন পেয়েছে। সেখানে বলা হয়েছে, ‘যদি সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে তাহলে আমরা পাঁচ থেকে ছয় দিন সর্বত্র আন্দোলন ছড়িয়ে দেব। আমাদের একটি দিন নির্ধারণ করতে হবে।’

জুন থেকে শুরু হওয়া আন্দোলনে বিক্ষোভকারীরা গত ১৭ নভেম্বর থেকে পলিটেকনিক বিশ্ববিদ্যালয়কে আন্দোলনের মূল কেন্দ্রে পরিণত করেছিল। এখান থেকে তারা পুলিশের ওপর ইটপাটকেল, পেট্রলবোমা, তীর-ধনুক আর গুলতি দিয়ে পুলিশের ওপর আক্রমণ চালিয়েছিল। একপর্যায়ে পুলিশের অভিযানে বেশির ভাগ বিক্ষোভকারী পালিয়ে গেছে অথবা আত্মসমর্পণ করেছে।  পুলিশ অভিযানে তিন হাজার ৯৮৯টি পেট্রলবোমা, এক হাজার ৩৩৯টি বিস্ফোরক দ্রব্য, ৬০১ বোতল রাসায়নিক দ্রব্য এবং ৫৭৩টি অস্ত্র উদ্ধার করেছে। অভিযানে পুলিশ এক হাজার ৩৭৭ জনকে আটক করেছে। তাদের মধ্যে ৮১০ জনকে ক্যাম্পাস ছাড়ার সময় এবং ৫৬৭ জন ক্যাম্পাসের বাইরে থেকে আটক করা হয়েছে। আটক হওয়া ৩১৮ জনের বয়স আঠারোর নিচে।

১৯ বছর বয়সী এলভিস অবরোধের সময় পাঁচ দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিলেন। তিনি বলেন, ‘অবরোধ দেওয়ার জন্য শ্রেণিকক্ষ থেকে সব চেয়ার-টেবিল বের করে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে আমাদের সবাই মাটিতে ঘুমিয়েছিলাম। পরিশ্রান্ত থাকার কারণে আমাদের ঘুমাতে কোনো সমস্যা হয়নি। অনেকেই পুলিশের হাত ধরা পড়েছে। আমরা তিনবার পালানোর চেষ্টা করেছিলাম। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। কারণ আমাদের লক্ষ্য করে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ছিল। আমার মনে হয়, আমরা ক্যাম্পাস ছেড়ে যাই, তারা তা চাইছিল না। এটা ছিল একটা দুঃস্বপ্নের মতো।’


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0057530403137207