হাবিপ্রবিতে ওরিয়েনটেশনের মঞ্চে ছাত্রলীগের হামলা-ভাঙচুর, প্রশাসনিক ভবনে তালা

হাবিপ্রবি প্রতিনিধি |

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে মঞ্চ ভাঙচুর করেছে ছাত্রলীগের দুই গ্রুপ। এ ছাড়া বিভিন্ন দাবি আদায় না হওয়ায় গতকাল সোমবার প্রশাসনিক ভবনে তালা দেয় বিক্ষুব্ধ দুই গ্রুপের নেতারা। এ অবস্থায় পুরো ক্যাম্পাস জুড়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রয়েছে।

জানা যায়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি ২ হাজার ২০০ শিক্ষার্থীর ওরিয়েন্টেশন ছিল গতকাল সোমবার। এই ওরিয়েন্টেশনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে গত কয়েক দিন থেকেই ছিল সাজ সাজ রব। নবীন শিক্ষার্থীদের বরণের জন্য নির্মাণ করা হয় মঞ্চ, গেট ও ক্যাম্পাস জুড়ে স্থাপন করা হয় বিভিন্ন ফেস্টুন।

গত রবিবার সন্ধ্যায় তৈরি করা মঞ্চ, গেট ও ফেস্টুন ভেঙে দেয় ছাত্রলীগের একাংশ। ছাত্রলীগের বাধার মুখে ওরিয়েনটেশন বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে গতকাল ছাত্রলীগের এক গ্রুপ ১৩ দফা এবং আরেকটি গ্রুপ ১১ দফা দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেয়। এই দাবি আদায় না হলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে দেবে না মর্মে বিক্ষোভ মিছিলও বের করে ছাত্রলীগের একাংশ। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এদিকে প্রায় ২ হাজার ২০০ নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ওরিয়েন্টেশনের জন্য ক্যাম্পাসে এলেও ফিরে যেতে হয়েছে। ফলে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে দেখা গেছে ক্ষোভ মিশ্র প্রতিক্রিয়া।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. ফজলুল হক বলেন, গত কয়েক দিন ধরেই নানা দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। সোমবার তারা প্রশাসনিক ভবনে তালা দেয়। এসব বাধার মুখে আমরা নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বাতিল করা হয়েছে। তবে যৌথভাবে না হলেও বিভাগওয়ারি ওরিয়েন্টেশন হবে। এছাড়া শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি রয়েছে সেগুলো সমাধান করা হবে।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী - dainik shiksha শিক্ষায় বরাদ্দ বেড়েছে, আরো বাড়বে: শিক্ষা প্রতিমন্ত্রী সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না - dainik shiksha সমাবর্তনের অজুহাতে সনদ আটকে রাখা যাবে না হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু - dainik shiksha চুয়েটে আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় - dainik shiksha প্রাথমিকের প্রশ্ন ফাঁসে অল্পদিনে কয়েকশ কোটি টাকা আয় রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট - dainik shiksha রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়: হাইকোর্ট কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0054769515991211