১৬ দফা দাবিতে শাবি প্রশাসনকে শিক্ষার্থীদের আলটিমেটাম

শাবি প্রতিনিধি |

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক প্রেক্ষাপট এবং প্রশাসনের বিভিন্ন ধরনের বিধি-নিষেধের প্রতিবাদ জানিয়ে ১৬ দফা দাবি জানিয়ে দুই ধরনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৭ নভেম্বর) রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটর্ফম ‘শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীবৃন্দ’।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম ছয় দফা ‘আশু দাবিসমূহ’ মেনে নিতে আগামী ৪ ডিসেম্বর এবং দ্বিতীয় ১০ দফা ‘দীর্ঘমেয়াদি দাবি’ মেনে নিতে আগামী বছরের ২৬ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা।

নির্দিষ্ট সময়ের মধ্যে এসব দাবিসমূহ মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

প্রথম দফা ‘আশু দাবির’ মধ্যে রয়েছে- ক্যাম্পাসে সর্বাত্মক গণতান্ত্রিক পরিবেশে নিশ্চিত করা, আসন্ন সমাবর্তন চলাকালীন ও সারা বছর আবাসিক হল খোলা রাখা, আবাসিক হলে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে ছেলে-মেয়ে বৈষম্য না করা, সংগঠনগুলোকে ভেন্যু বরাদ্দের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট আচরণ না করাসহ মোট ছয় দফা দাবি।

অন্যদিকে দ্বিতীয় ১০ দফা ‘দীর্ঘমেয়াদি দাবির’ মধ্যে রয়েছে- পরীক্ষার খাতায় পরিচয় নির্দেশক রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে কোডিং সিস্টেমের ব্যবস্থা করা, শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, শিক্ষার্থীদের আনুপাতিক হারে বাসের সংখ্যা এবং বাসের রুট ও ট্রিপ সংখ্যা বৃদ্ধিকরণ, কেন্দ্রীয় মিলনায়তনের মান উন্নয়ন ও সংস্কার করাসহ ১০ দফা দাবি।

প্রসঙ্গত, আসন্ন সমাবর্তনকালীন ও শীতকালীন ছুটিতে আবাসিক হল খোলা রাখার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনের চেষ্টা করলে প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে তা পণ্ড হয়ে যায়। এরই প্রেক্ষিতে বিভিন্ন ধরনের প্রতিবাদ জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।


পাঠকের মন্তব্য দেখুন
ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি - dainik shiksha ভিকারুননিসায় ৩৬ ছাত্রী ভর্তিতে অভিনব জালিয়াতি ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে - dainik shiksha ‘চার আনা’ উৎসব ভাতা: প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সমীপে মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার - dainik shiksha মাকে ভরণপোষণ না দেয়ায় শিক্ষক গ্রেফতার ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন - dainik shiksha ছুটি না বাড়ালে বাড়ি যেতে হতে পারে ঈদের দিন হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে - dainik shiksha জালিয়াতি করে পদোন্নতি শিক্ষা ক্যাডার গ্যাঁড়াকলে রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা - dainik shiksha রুয়েটের সাবেক উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে সতর্কীকরণ বিজ্ঞপ্তি উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha উপবৃত্তির জন্য সংখ্যালঘু কোটার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী - dainik shiksha হাইস্কুলে কমেছে দশ লাখের বেশি শিক্ষার্থী please click here to view dainikshiksha website Execution time: 0.0070362091064453