৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে হাদী ও সজল

নিজস্ব প্রতিবেদক |

ত্রি-বার্ষিক কাউন্সিল- ২০২০ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন ফ্যামিলি প্লানিং ক্যাডারের আব্দুল্লাহ আল হাদী ও সাধারণ সম্পাদক হয়েছেন পুলিশ ক্যাডারের মৃত্যুঞ্জয় দে সজল। নতুন কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন সমবায় ক্যাডারের আবুল খায়ের হিরো। শুক্রবার ১৫১ সদস্যদের নতুন পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়। দৈনিক শিক্ষায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- খাদ্য ক্যাডারের কাজী সাইফুদ্দিন অভি (খাদ্য), পুলিশ ক্যাডারের এফ এম ফয়সাল সুমন, আনিস উদ্দিন বাহাদুর মিঠু, সাইফুল ইসলাম মিলন, আহসান খান রবিন, সামসুজ্জামান বাবু, শিক্ষা ক্যাডারের চন্দ্র শেখর হালদার মিল্টন, কাস্টমস ক্যাডারের ইফতেখার আলম ভুঁইয়া।


সহ-সভাপতি করা হয়েছে প্রশাসন ক্যাডারের মাহমুদা আক্তার, সৈয়দ ফয়েজুল ইসলাম উজ্জ্বল, কাস্টমসের মহিউদ্দিন ও হাবীব শাহীন, শিক্ষার রহিমা আক্তার রোজি, স্বাস্থ্যের সাইফুল ইসলাম ও জাবেদ হোসেন, ফ্যামিলি প্লানিংয়ের ফারুক আল ফয়সাল, পুলিশের কাজী শাহ্ নেওয়াজ, মুহিত চৌধুরী।

যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পুলিশের হারুনুর রশিদ, প্রশাসনের নাহিদ হাসান, স্বাস্থ্যের রহমান শুভ্র, কাস্টমসের আসমা আক্তার, ট্যাক্সের রাশেদ রেজা ডিকেন, পরিসংখ্যানের মোবারক হোসেন, রেলওয়ের শাহ্‌ আলম কিরণ শিশির, প্রশাসনের আরিফুল ইসলাম রাসেল, কৃষির সুব্রত কুমার দাস শুভ, রোডস এন্ড হাইওয়ের অনিন্দ্য মাহাবুব, কাস্টমসের কেফায়ত মজুমদার ও তথ্যের মাহফুজুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক হলেন পররাষ্ট্রের শামিমা ইয়াসমিন স্মৃতি প্রশাসনের ফিরোজ মোহাম্মদ নাঈম, মো. নুরুন্নবি সোহাগ ও নাজমুল ইসলাম রাজু, পুলিশের মুহিত কবির সেরেনিয়াবাত, শাহাবুদ্দিন কবির জুয়েল ও ইফতেখায়রুল ইসলাম, পোস্টালের মো. তরিকুল ইসলাম, পিডব্লিইডির আব্দুল্লাহ আল মামুন রনি, তথ্যের হাস্নাতুল আজম প্রিন্স, কৃষির এম জে কবির জুয়েল, ফ্যামিলি প্ল্যানিংয়ের সবুজ হাওলাদার, শিক্ষার মুশফিকুর রহমান, স্বাস্থ্যের জাকারিয়া হিমেল রুপম।

প্রচার সম্পাদক হয়েছেন কাস্টমসের আমিনুল ইসলাম ইমন, দপ্তর সম্পাদক প্রশাসনের - আহসান হাবীব জিতু, আন্তর্জাতিক সম্পাদক পররাষ্ট্রের হাসান আব্দুল্লাহ তৌহিদ, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক পররাষ্ট্রের মৌমিতা জিন্নাত, সাংস্কৃতিক সম্পাদক প্রশাসনের মোশারেফ হোসেন মিলু, প্রকাশনা সম্পাদক ট্যাক্সের আহসান উল্লাহ রাসেল, পরিবেশ সম্পাদক ট্যাক্সের নাজমা পারভিন, ট্যাক্সের মিডিয়া সম্পাদক নাজমুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তথ্যের আবু নাসের, ক্রীড়া সম্পাদক পুলিশের মোস্তফা কামাল, ইনোভেশন সম্পাদক পিডব্লিইডির সাইফুজ্জামান চুন্নু।

এছাড়া মনিটরিং অ্যান্ড ইভালুশন সম্পাদক ওসমান গনি শিশির (লাইভ স্টোক), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহিউল আলম (স্বাস্থ্য), শিক্ষা সম্পাদক মো. আবুল বাসার (শিক্ষা), রিসার্স ও ডকুমেন্টেশন শাকিল আহমেদ (পোস্টাল), কমিউনিকেশন সম্পাদক আসাদুজ্জামান সুমন (প্রশাসন ), পূর্ত সম্পাদক সুব্রত বিশ্বাস (পিডব্লিইডি), সাহিত্য সম্পাদক- মিল্টন রয়- (প্রশাসন), মহিলা বিষয়ক সম্পাদক মাসুমা জান্নাত সুমী (কৃষি)।

সহ-সম্পাদক করা হয়েছে মো. জুবায়ের আহম্মেদ (ট্যাক্স), মো. নজরুল ইসলাম (প্রশাসন), নিরাগ মেহেদী (শিক্ষা), কানিজ ফারহানা শিমু (কাস্টমস), হাসানুল ইসলাম বব (ট্যাক্স), নাজমুল ইসলাম (কাস্টমস), ইমরুল ইসারত (প্রশাসন), গণেশ ঢালী (শিক্ষা), রাকিবুল হাফিজ (ট্যাক্স), প্রদীপ কুমার সরকার (লাইভস্টক), মো. জাকারিয়া (কাস্টমস), ফুয়াদ হোসেন আনন্দ (রেলওয়ে), ফারহানা চৌধুরী (প্রশাসন), সুরাইয়া সুলতানা নিপু (কাস্টমস), খান মো. হাসানুজ্জামান (প্রশাসন), ফারহানা জাহান উপমা (প্রশাসন), আঞ্জুমান আরা সাথী (কাস্টমস), মো. মাহাবুবুর রহমানকে (কাস্টমস)।

কমিটির সদস্যরা হলেন- আমিনুর রহমান (প্রশাসন), নাজিবুল্লাহ সাকী (শিক্ষা), তানভীর আহমমেদ (তথ্য), মো. নাজমুল হেসেন (তথ্য), রাশেদ আহসান (পিডব্লিইডি), হারুন অর রশিদ (পিডব্লিউডি), রাসেল আহম্মেদ (কৃষি), তানভীর শরীফ (প্রশাসন), মানিক বণিক (শিক্ষা), সঞ্জয় হালদার (শিক্ষা), মো. মোজ্জাম্মেল হক রাসেল (প্রশাসন), মো. সোনাহর আলী শরীফ (পুলিশ), আহসান সাগর (কাস্টমস), থান্ডার খাইরুল হাসান (পুলিশ), রিফাত আল ইমন (স্বাস্থ্য), আহসান রুবেল (পুলিশ), নাসির উদ্দিন (পররাষ্ট্র), মনোয়ার মোরসালেন (কাস্টমস), তাপস কুমার দাস (পুলিশ), তারাজুল ইসলাম (পররাষ্ট্র), মিজানুর রহমান উল্লাস (ট্যাক্স), সারোয়ার সরকার জীবন (পররাষ্ট্র), মো. মোশারেফ হোসেন (কৃষি), সিফাত-ই জাহান (প্রশাসন), মাহদি ফয়সাল (ট্যাক্স), জানে আলম (ট্যাক্স), কবির হোসেন (প্রশাসন), নুসরাত মৌ (ট্যাক্স), ফাহিম আহম্মেদ (ফ্যামিলি প্লানিং), মামুনুর রহমান (প্রশাসন), রেহমান হাবীব (কাস্টমস), মোঃ খায়রুজ্জামান সবুজ (পিডব্লিউডি), সোহেল রানা (প্রশাসন), ফরহাদ চৌধুরী (প্রশাসন), নাসরিন আক্তার ইতি (কাস্টমস), মেজবাহ উদ্দিন রিগান (প্রশাসন), ফকির ওয়ালিদ শাহ্‌ উপল (স্বাস্থ্য), কামরুজ্জামান সরকার (শিক্ষা), আশিকুর রহমান (স্বাস্থ্য), মোহাম্মদ মহিউদ্দিন (স্বাস্থ্য), সেলিমুল আলম শাহিন (সমবায়), নাজমুল ইসলাম রাফি (পুলিশ), তানভীর আহমেদ ঝুমন (পররাষ্ট্র), জামিল খান (পুলিশ), আতিকুল ইসলাম (প্রশাসন), কাজী রায়হানুজ্জামান (কাস্টমস), মো. জসীম উদ্দিন (তথ্য), আফরোজ শারমিন (শিক্ষা), সৈয়দ মামুন মুস্তফা (পুলিশ), শারমিন ইসলাম (প্রশাসন), সুলাইমান সাইফ (কাস্টমস), রমজানই হায়দার (কৃষি), শামিম আহম্মেদ (কাস্টমস), মামুনুল করিম (প্রশাসন), আরিফুল ইসলাম (পররাষ্ট্র), তুষিতা চাকমা (পররাষ্ট্র), হীরা হাফিজ (পুলিশ), মারিয়ম মাকসুরাত (কাস্টমস), সালাউদ্দিন মঞ্জু ( প্রশাসন), আয়েশা সিদ্দিকা (প্রশাসন), আনিসুর রহমান (ফরেস্ট), নজরুল কনক (স্বাস্থ্য), প্রবীর সেন (ফ্যামিলি প্লানিং), পুরবী সাহা (কাস্টমস), মো. সাইফুর রহমান (কাস্টমস), মো রাসেল সেখ (তথ্য), মো দুলাল হোসেন (তথ্য), সৈয়দা মাসরুরাা তান্জিমা (স্বাস্থ্য, আকলিমা খাতুন (পরিসংখ্যান)।


পাঠকের মন্তব্য দেখুন
হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0062980651855469