৫ শতাংশ প্রবৃদ্ধির হিসেব মেলাতে পারেনি আজও শিক্ষা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক |

সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির হিসেব মেলাতে পারেনি ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ও তার সহযোগীরা। হিসেব মেলাতে না পারলে নভেম্বরের বেতনের সঙ্গে প্রবৃদ্ধির টাকা পাবেন না লাখ লাখ শিক্ষক। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নতুন ভবনের চারতলায় অবস্থিত ইএমআইএস সেল থেকে সাধারণ স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও ও বেতন-ভাতার যাবতীয় কাজ হয়। দৈনিক শিক্ষার পক্ষ থেকে সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে অধিদপ্তরের কর্মকর্তারা একই জবাব, ‘ইএমআইএস সেল হিসেব মেলাতে পারছে না। প্রতিদিনই বলছেন আজ বিকেলের মধ্যে হিসেবে দেয়া হবে।’ 

দৈনিক শিক্ষার অনুসন্ধানে জানা যায়, অতি গুরুত্বপূর্ণ এই সেলের দায়িত্বে রয়েছে যথাযথ যোগ্যতা না থাকা সত্ত্বেও যেনতেনভাবে চাকরি পাওয়া কয়েকজন ব্যক্তি। এই সেলের প্রধান হিসেবে রয়েছেন নিম্নপদের জামিলুর রহমান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার সাবেক বিতর্কিত পরিচালক অধ্যাপক মো: এলিয়াছ হোসেনের পছন্দে জামিলসহ অন্যদের ইএএম আইএস সেলের দায়িত্ব দেয়া হয়। বিনা টেন্ডারে এমপিও সফটওয়্যার তৈরির দায়িত্ব দেয়া হয় একটি অযোগ্য প্রতিষ্ঠানকে।  এলিয়াছকে বৃন্দাবন সরকারি কলেজে পাঠানো হয় বছরখানেক আগে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. মো: আবদুল মান্নান দৈনিক শিক্ষাকে বলেন, ইএমআইএস সেল আমার অধীনে নয় তাই সর্বশেষ খবর জানাতে পারছি না।

 

অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ শামছুল হুদা সোমবার রাতে দৈনিক শিক্ষাকে বলেন, এমপিও কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে নভেম্বরের  এমপিওর সঙ্গেই প্রবৃদ্ধির টাকা পাবেন শিক্ষকরা। হিসেব মেলাতে দেরি হলেও নভেম্বরের বেতনের সঙ্গেই টাকা দেয়া হবে বলে দৈনিক শিক্ষাকে নিশ্চিত করেছেন পরিচালক। 

মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক ব্যস্ত মন্ত্রণালয় ও অন্যান্য অফিসের মিটিংয়ে।  

গত ৮ নভেম্বর ৫ শতাংশ প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় আদেশ জারি করেছে। কিন্তু এজন্য কত টাকা দরকার হবে এবং জুলাই থেকে যারা অবসরে গেছেন তাদেরকে আলাদা করে অবসর ও কল্যাণের জন্য মোট ৬ শতাংশ টাকা কিভাবে কেটে রাখা হবে অদ্যাবধি তার হিসেবে মেলাতে পারছেন না ইএমআইএস সেলের দায়িত্বপ্রাপ্তরা। এছাড়া যাদের চাকরিতে যোগদানের বছরপূর্তি হয়নি তাদেরকে এমপিও সফটওয়্যার থেকে কীভাবে আলাদা করবেন তা্ও ঠিক হয়নি।

 


পাঠকের মন্তব্য দেখুন
জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন - dainik shiksha জড়িত মনে হলে চেয়ারম্যানও গ্রেফতার: ডিবির হারুন পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ - dainik shiksha পছন্দের স্কুলে বদলির জন্য ‘ভুয়া’ বিবাহবিচ্ছেদ হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা - dainik shiksha হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে - dainik shiksha সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ - dainik shiksha উপবৃত্তির জন্য সব অ্যাকাউন্ট নগদে রূপান্তরের নির্দেশ সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা - dainik shiksha সপ্তম শ্রেণিতে শরীফার গল্প থাকছে, বিতর্কের কিছু পায়নি বিশেষজ্ঞরা জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন - dainik shiksha জাতীয়করণ আন্দোলনের শিক্ষক নেতা শেখ কাওছার আলীর বরখাস্ত অনুমোদন ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো - dainik shiksha ১৭তম ৩৫-প্লাস শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে চেম্বার আদালত যা করলো দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা - dainik shiksha তিন স্তরে সনদ বিক্রি করতেন শামসুজ্জামান, দুদকের দুই কর্মকর্তার সম্পৃক্ততা please click here to view dainikshiksha website Execution time: 0.0031750202178955