৬ মাসের ডিপ্লোমাধারী সুপারিশপ্রাপ্তদের সম্পর্কে এনটিআরসিএর বক্তব্য

রুম্মান তূর্য |

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ২৪ জানুয়ারি প্রকাশিত তালিকা নিয়ে প্রার্থীদের রয়েছে অনেক অভিযোগ। দৈনিক শিক্ষায় ইমেইল ও টেলিফোন করে প্রার্থীরা তাদের অভিযোগের কথা জানিয়েছেন। প্রার্থীদের অভিযোগ নিয়ে এনটিআরসিএ কর্তৃপক্ষের মুখোমুখি দৈনিক শিক্ষাডটকম।  

প্রার্থীদের অভিযোগে জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে (আইসিটি) শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৬ মাসের ডিপ্লোমা সনদধারীদের আবেদন নিষ্পত্তি করা হবে না বলা হলেও তারা নিয়োগের সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তথ্য গোপন করে তারা আবেদন করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে  এনটিআরসিএর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা দৈনিক শিক্ষাকে বলেন, ‘৬ মাসের ডিপ্লোমায় নিবন্ধন সনদধারীরা তথ্য গোপন করে আবেদন করেছেন। এ প্রেক্ষিতে শর্ত সাপেক্ষে তাদের সুপারিশ করা হয়েছিলো। সুপারিশ মানে এই নয় তাদের নিয়োগ দেয়া হয়েছে। শর্তপূরণ না করতে পারলে তারা যোগদান করতে পারবেন না। শর্ত হিসেবে ধরা হয়েছে এমপিও নীতিমালা ও জনবল কাঠামো-২০১৮-কে। আর নীতিমালার শর্ত পূরণ না করে নিয়োগপ্রাপ্ত হলে তিনি এমপিওভুক্ত হতে পারবেন না। এ বিষয়টি আরও স্পষ্ট করা হবে। তিনি আরও বলেন,যদি কোন প্রার্থী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মিথ্যা বা ভুল তথ্য দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে যোগদান করা থেকে বিরত থেকে এ বিষয়ে এনটিআরসিএকে লিখতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে। তা না হলে মিথ্যা তথ্য প্রদানের জন্য আইনানুগ ব্যভস্থা গ্রহণ করা হবে। 

অনেক প্রার্থীর অভিযোগ এমপিওভুক্ত পদে আবেদন করে নন এমপিও পরে জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অনেকে বলছেন যখন আবেদন করেছিলাম তখন এমপিও প্রাপ্য দেখালেও সুপারিশপ্রাপ্তির পরে তা পদটি ননএমপিও দেখাচ্ছে। এ বিষয়ে এনটিআরসিএসর কর্মকর্তা দৈনিকশিক্ষাকে বলেন, ‘একটি প্রতিষ্ঠানে একাধিক শূন্য পদ থাকলেও সব কয়টি পদ এমপিওভুক্ত নয়। বিভিন্ন স্কুলে প্রতি পদের বিপরীতে একজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারেন। কিন্তু প্রতিষ্ঠানগুলোতে একাধিক পদ থাকতে পারে। এমপিও-ননএমপিও উভয় পদে শিক্ষক নিয়োগের সুপারিশ করার দায়িত্ব এনটিআরসিএর। সে প্রেক্ষিতে নিয়োগ সুপারিশ করা হয়েছে। মেধা তালিকায় শুরু দিকে থাকা প্রার্থীদের তাদের বাছাই তালিকা অনুসারে এমপিওভুক্ত পদগুলোতে সুপারিশ করা হয়েছে। আর শেষের দিকের প্রার্থীদের এ প্রতিষ্ঠানগুলোতে ননএমপিও পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ননএমপিও পদে সুপারিশপ্রাপ্তরা বিষয়টি না বুঝতে পেরে এ ধরণের অভিযোগ করছেন। 

সুপারিশপ্রাপ্ত কয়েকজন প্রার্থী জানান তাদেরকে কয়েকটি প্রতিষ্ঠানের প্রধানরা বলছেন, যে পদটিতে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে সে পদটি খালি নেই। শূন্যপদের তথ্য পাঠানোর সময় ভুলের কারণে পদটি শূন্য দেখায়। প্রার্থীদের অভিযোগ প্রতিষ্ঠান প্রধানরা তদের যোগদান করতে দিচ্ছেন না। এ বিষয়ে এনটিআরসিএর বক্তব্য:এ ধরণের জটিলতার বিষয়ে এক মাসের মধ্যে এনটিআরসিএকে জানাতে হবে। এনটিআরসিএ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। 

কয়েকজন প্রার্থীর অভিযোগ সুপারিশ প্রক্রিয়া মেধা তালিকা অনুসারে হয়নি। মেধাতালিকায় শেষের দিকে থাকা প্রার্থীরা সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ বিষয়ে এনটিআরসিএর বক্তব্য: ‘মেধাতালিকার ভিত্তিতেই নিয়োগের সুপারিশ করা হয়েছে। আবেদনের সময় প্রার্থীদের বাছাই তালিকা দিতে বলা হয়েছিল। সে তালিকা অনুযায়ী তাদের নিয়োগের সুপারিশ করা হয়েছে। তবে কিছু পদে মহিলা কোট থাকায় নিয়োগের সুপারিশে মহিলাদের অগ্রাধিকার দেয়া হয়েছে। মহিলা কোটার বিষয়টি এমপিও নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নীতিমালা মেনেই নিয়োগের সুপারিশ করা হয়েছে।’   


পাঠকের মন্তব্য দেখুন
দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা - dainik shiksha চাকরির বয়স নিয়ে শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? - dainik shiksha স্কুলে গ্রীষ্মের ছুটি কি এপ্রিলে এগিয়ে আনা দরকার? কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার - dainik shiksha কলেজের শিক্ষকদের ডিজিটাল বদলির আবেদন শুরু রোববার বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর - dainik shiksha বুটেক্সের প্রথম সমাবর্তন ৭ সেপ্টেম্বর শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0030829906463623