৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করবে দুদক

নিজস্ব প্রতিবেদক |

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা বলেই বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্নীতবিরোধী দিবস পালিত হচ্ছে। বাংলাদেশে একসময় দিবসটি সরকারিভাবে পালন করা হতো না। ২০১৬ সালের ডিসেম্বরে দুদক দুর্নীতিবিরোধী দিবস সরকারিভাবে পালনের উদ্যোগ গ্রহণ করে। সরকার কমিশনের প্রস্তাবটি আমলে নেয় এবং ২০১৭ সাল থেকেই দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে। তিনি বলেন, দিবসটি সরকারিভাবে পালন করার সিদ্ধান্ত নেয়ায় দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান আরো সুস্পষ্ট ও সুদৃঢ় হয়েছে বলে আমি মনে করি।

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি উপলক্ষে গতকাল দুদক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ইকবাল মাহমুদ এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে নেয়া কর্মসূচিতে সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কমিশনের প্রতিটি বিভাগীয় ও জেলা কার্যালয়, সব দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং তরুণ প্রজন্মের কণ্ঠস্বর সততা সংঘের সদস্যদের এরই মধ্যে অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, সাধারণ মানুষের দুর্নীতিবিরোধী সমন্বিত কণ্ঠস্বর দুর্নীতিকে স্তব্ধ করে দিতে পারে। কমিশন অন্তর্ভুক্তিমূলক অভিগমনের মাধ্যমে সমাজের সব মানুষকে দুর্নীতিবিরোধী প্লাটফর্মে আনার চেষ্টা করছে। এক্ষেত্রে কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

দুদক চেয়ারম্যান বলেন, দুদক দুর্নীতি ঘটার আগেই তা প্রতিরোধের লক্ষ্যে প্রতিনিয়ত যেমন অভিযান পরিচালনা করছে, আবার দুর্নীতিপরায়ণদের বিরুদ্ধে মামলাও করছে, আদালতে অভিযোগপত্র দিচ্ছে। পক্ষান্তরে জনগণের মাঝে দুর্নীতিবিরোধী গণসচেতনতা সৃষ্টিতেও কাজ করছে। এসব কাজ যখন সমন্বিত এবং সুসংগঠিতভাবে পরিচালিত হবে, তখন দুর্নীতির মাত্রাও কমে আসবে।

মতবিনিময় সভায় দুদক মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ, মহাপরিচালক (প্রশিক্ষণ ও আইসিটি) একেএম সোহেল দুর্নীতিবিরোধী দিবস পালন উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি দুদক চেয়ারম্যানকে অবহিত করেন।


পাঠকের মন্তব্য দেখুন
অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন - dainik shiksha অভিভাবকদের চাপে শিক্ষার্থীরা আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি - dainik shiksha বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মামলা ১২ হাজারের বেশি শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে - dainik shiksha শিক্ষকদের অবসর সুবিধা সহজে পেতে কমিটি গঠন হচ্ছে শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ - dainik shiksha শিক্ষকদের শূন্যপদ দ্রুত পূরণের সুপারিশ ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল - dainik shiksha ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি - dainik shiksha চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিবের বিরুদ্ধে মাউশির তদন্ত কমিটি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0067729949951172