৯ দফা দাবিতে উবার চালকদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক |

৯ দফা দাবিতে ২৪ ঘণ্টার ঘর্মঘট পালন করছেন উবার চালকরা৷ রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ ধর্মঘট চলবে৷ উবার কর্তৃপক্ষের নানা অনিয়ম ও চালকদের ন্যায্য দাবি আদায়ে এ ধর্মঘট আহ্বান করেছে বাংলাদেশে রাইড শেয়ারিং ড্রাইভারস অ্যাসোসিয়েশন৷  সংগঠনটির সাধারণ সম্পাদক কাইয়ুম আহমেদ শুভ বাংলা ট্রিবিউটনকে এ তথ্য নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, ‘উবার আমাদের ওপর বিভিন্নভাবে শোষণ করছে৷  জুলুম করছে৷ আমরা অনেকদিন ধরে কর্তৃপক্ষের কাছে  বিভিন্ন দাবি জানিয়ে আসছি৷ কিন্তু তারা কিছুই আমলে নিচ্ছে না৷ আমরা এর প্রতিবাদে আগে ৮ দফা দাবি জানিয়েছি৷ এবার তার সঙ্গে আরও এক দফা যোগ হয়ে ৯ দফা হয়েছে৷

‘আমাদের দাবিগুলো হলো: উবারের ওয়ে বিল অনুযায়ী ট্রিপ শুরু করা থেকে শেষ পর্যন্ত কিলোমিটার ও মিটার হিসাব করে ভাড়া দেওয়া৷  কমিশন ২৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা৷ গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে তাই ভাড়া বাড়াতে হবে৷ চালকদের নিরাপত্তার ব্যবস্থা ও যাত্রী দ্বারা গাড়ির ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়া৷ যাত্রীদের করা অভিযোগ যাচাইয়ের নাম করে চালকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না৷ 

যাত্রীর অ্যাকাউন্টে ছবি বাধ্যতামূলক থাকতে হবে এবং যাত্রীকে লোকেশনের ব্যাপারে প্রাথমিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে৷ সর্বোচ্চ দুই কিলোমিটারে মধ্যে যাত্রীর সঙ্গে চালকদের সংযোগের ব্যবস্থা করতে হবে৷ চালকদের গন্তব্যের ক্ষেত্রে শতভাগ গন্তব্যের আশপাশে ট্রিপ দিতে হবে এবং দৈনিক ১২ ঘণ্টার বেশি অনলাইনে থাকা যাবে না এই সিদ্ধান্ত বাতিল করা৷’

এই সংগঠনের আরেক নেতা মো. শামীম  বলেন, ‘আমরা ধর্মঘটের ডাক দিয়েছি৷ আশা করি উবারের সব চালক এতে সাড়া দেবেন৷ ধর্মঘট শুরুর এক ঘণ্টার মধ্যে ফোনে অনেক সাড়া পাচ্ছি৷’

তবে রাত ১২টা ৩০ মিনিটের দিকে রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনে উবার অ্যাপে অনেক চালককে সক্রিয় দেখা গেছে। উবার মটো, এক্স ও প্রিমিয়াম চালকদের বেশ উপস্থিতি লক্ষ করা গেছে।

উবার চালক রবিউল ইসলাম রবিবার রাতে বলেন, ‘আমি গাড়ি বন্ধ রাখার বিষয়টি (ধর্মঘট) জানি না। আমাকে একজন ফোন করে বলেছেন গাড়ি বন্ধ রাখতে। এখনও সিদ্ধান্ত নিইনি কী করবো।’

এদিকে, অ্যাপ বন্ধ রাখা বা ২৪ ঘণ্টার জন্য গাড়ি চালানো বন্ধ রাখার বিষয়ে উবার বাংলাদেশের টিম লিড জুলকার নাইনের মোবাইলে ফোন করে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ ছিল।

এ বিষয়ে উবারের মুখপাত্র জানিয়েছেন, রাইডার ও ড্রাইভার-পার্টনার কমিউনিটির অল্প সংখ্যক ব্যক্তির কারণে সৃষ্ট বিঘ্নের জন্য আমরা দুঃখিত। আমরা শহরকে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।ঢাকাজুড়ে রাইডারদের সুবিধাজনক ও বিকল্প দিতে আমাদের অংশীদাররা যাতে স্থিতিশীল উপার্জন করেন, তা নিশ্চিত করছি। আমাদের পার্টনার সেবাকেন্দ্র ও অ্যাপে মতামত প্রদানের মাধ্যমে চালক-অংশীদারদের বিভিন্ন অভিযোগ ও ইস্যু সমাধানের প্রক্রিয়া রয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য - dainik shiksha হাইকোর্টের আদেশ পেলে আইনি লড়াইয়ে যাবে বুয়েট: উপ-উপাচার্য প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা - dainik shiksha ভূমির জটিলতা সমাধানে ভূমিকা রাখবেন নবম শ্রেণির শিক্ষার্থীরা সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক - dainik shiksha সর্বজনীন শিক্ষক বদলি চালু হোক ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি - dainik shiksha ডিপ্লোমা প্রকৌশলীদের বিএসসির সমমান দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কমিটি রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার - dainik shiksha রায় জালিয়াতি করে পদোন্নতি: শিক্ষা কর্মকর্তা গ্রেফতার কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0029919147491455