এডুকেশন জোন গড়ে তোলার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক |

একটি এডুকেশন জোন গড়ে তোলার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এসডিজি-৪ অর্জনে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। সভায় উপস্থিত কর্মকর্তারা দৈনিক শিক্ষাকে এ তথ্য জানিয়েছেন। 

এসডিজি ৪ অর্জনে শিক্ষার মান নিশ্চিতকরণে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে গত ২৭ জানুয়ারি জারি করা এক পরিপত্রে ১১ দফা নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। গত ৩ মার্চের সভায় ২৭ জানুয়ারি জারিকৃত পরিপত্রের নির্দেশনা বাস্তবায়ন অগ্রগতি এবং কার্যক্রম মেন্টরিংয়ের দায়বদ্ধতা নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে এডুকেশন জোন নিয়েও আলোচনা হয়েছে।

কর্মকর্তারা জানান, সভার শেষ দিকে এডুকেশন জোন নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সব কর্মকর্তা একটি এডুকেশন জোন তৈরিতে একমত হয়েছেন। এ প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে একটি ধারণাপত্র তৈরি করতে বলা হয়েছে। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে মহাপরিচালক ধারণা পত্রটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।  

সভায় আরও সিদ্ধান্ত হয়, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা পরিচ্ছন্নতা সম্পর্কিত পরিপত্রের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন ম্যানেজিং কমিটি/ গভর্নিং বডির সভাপতি বা সদস্য কর্তৃক প্রত্যয়ন করে প্রতি রোববার উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তা ই-মেইলে সে প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তাকে এবং জেলা শিক্ষা কর্মকর্তা তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠাবেন। এছাড়া সবুজ ও পরিচ্ছন্ন স্কুল ওয়েব পেইজে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতার তথ্যাদি আপলোড করতে হবে। 

পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনাগুলো বাস্তবায়ন করা হচ্ছে কিনা তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকদের। 

পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে অভিভাবক সমাবেশের আয়োজন করতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। এদিকে, সরকারি কর্মকর্তা মাঠ পর্যায়ের পরিদর্শনকালে কমপক্ষে দুইটি প্রতিষ্ঠান পরিদর্শন করতে বলা হয়েছে। পরিদর্শনের সময় সব শিক্ষক উপস্থিত আছেন কিনা এবং পরিচ্ছন্নতা সম্পর্কিত নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা তা কর্মকতাদের পর্যবেক্ষণ করতে এবং প্রতিবেদনে লিখতে বলা হয়েছে। বিস্তারিত আলোচনা শেষে একটি ‘এডুকেশন জোন’ গড়ে তোলার লক্ষ্যে সভায় উপস্থিত সবাই মত প্রকাশ করেন। 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন।


পাঠকের মন্তব্য দেখুন
ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0025448799133301