পর্যায়ক্রমে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হবে: অর্থ প্রতিমন্ত্রী

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি |

পর্যায়ক্রমে দেশের সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। শুক্রবার (১৯শে জানুয়ারি) সকালে সিলেটের ওসমানীনগরের প্রাচীন বিদ্যাপিঠ মঙ্গলচন্ডী নিশি কান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩০ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রেস ক্লাবের সামনে জাতীয়করণেরি দাবিতে অনশনরত শিক্ষকদের ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, ‘এব্যাপারে সরকার সম্পূর্ণ সচেতন। শিক্ষকরা যা চায় তাই সরকার দিতে চায়। কিন্তু অর্থের সীমাবদ্ধতার কারণে সবকিছু একসাথে সম্ভব নয়।’ মাত্র গত বছর কর্মচারিদের বেতন দ্বিগুণ করা হয়েছে বলে মন্ত্রী যোগ করেন।

এমপিওভূক্ত শিক্ষকরা বার্ষিক ৫ শতাংশ বেতন প্রবৃদ্ধি ও বৈশাখি ভাতা না পাওয়ার ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, ‘এটা প্রান্তিক। গর্ত থেকে সমস্ত শরীর বেড়িয়ে এসেছে। শুধুমাত্র পায়ের কিছু অংশ রয়ে গেছে। এটিও বেড়িয়ে আসবে।’ অর্থাৎ আস্তে আস্তে সব হবে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আগামী মাসে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উপগ্রহ আকাশে উড়ানো হবে। আজকের শিক্ষার্থীরাই এটা ব্যবহার করবে এবং সুবিধা ভোগ করবে। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা এখন পারমানবিক যুগে প্রবেশ করেছি। দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।’

বিদ্যালয়ের ১৩০ বছর পূর্তি ও পুনর্মিলনীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ প্রফেসর আবদুল আজিজ। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ড. এনামুল হক সর্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ এফতার হোসেন পিয়ার, বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল খালিছ মিনার, জ্যোর্তিময় দেব, বিন্দু মাধব ভট্টাচার্য, মানিক লাল দেব, আবু তাহের, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ হাসান, প্রাক্তন শিক্ষার্থী আনসার ভিডিপি কুমিল্লা জোনের পরিচালক হীরা পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, কমরেড আফরোজ আলী, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী এমএ সালাম, ওসমানীনগর-বালাগঞ্জ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সভাপতি রবিণ পাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, প্রাক্তন ছাত্র সাংবাদিক ওমর ফারুক আল হাদী, স্বাস্থ্য পরিদর্শক এমএ সালাম, প্রফেসর ছুরবা আলী, ইউনিয়ন চেয়ারম্যান ইমরান রব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক অরুনোদয় পাল ঝলক, প্রবাসী ছাব্বির আহমদ রলেক প্রমূখ।


পাঠকের মন্তব্য দেখুন
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0029430389404297