অজানা রোগে আক্রান্ত হয়ে ৩১ শিক্ষার্থী হাসপাতালে

দৈনিক শিক্ষাডটকম, ভোলা |

ভোলায় বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎই গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে ৩১ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থদের শারীরিক এবং মানসিক সমস্যা দেখা দেয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন শিক্ষার্থীরা শিগগিরই সুস্থ হবে। আতঙ্কিত হওয়ার কিছুই নেই।

ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা জানিয়েছেন, বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় জিহাদ নামের একজন ছাত্র হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ছাত্রদের কাছ থেকে বিষয়টি জানার পর দেখা যায় মুহূর্তের মধ্যেই অন্যান্য শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায়। প্রথমে ২৬ জন শিক্ষার্থীকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে আরো ৫ জন অসুস্থ হলে এখন মোট ৩১ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়েল সহকারী শিক্ষক মো. আবু সাঈদ বলেন, আমি গণিত ক্লাস নিচ্ছিলাম। ক্লাস চলাকালে হঠাৎ জিহাদ নামে একজন শিক্ষার্থী অসুস্থ হলে বিষয়টি আমি প্রধান শিক্ষককে জানাই। প্রধান শিক্ষক এসে দেখেন মুহুর্তের মধ্যে আরো কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। পরবর্তীতে দ্রুত তাদেরকে ভোলার সদর হাসপাতালে পাঠানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, গণিত ক্লাসে হঠাৎ এক ছাত্র অসুস্থ্ হয়ে পড়ে। আমরা বিষয়টি স্বাভাবিক মনে করে তার বাবা-মাকে খবর দিয়েছি এবং ওই ছাত্রকে প্রাথমিক সেবা দেই। এর মধ্যেই দেখি যারাই এ ছাত্রকে ধরে, সে-ই একটা চিৎকার দিয়ে মাথা ঘুরিয়ে পরে যায়। পরবর্তীতে ৯৯৯-এ ফোন দিয়ে এ্যাম্বুলেন্স নিয়ে তাদের হাসপাতালে নিয়ে এসেছি।

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তায়েবুর রহমান বলেন, আমাদের হাসপাতালে আজকে একটি স্কুল থেকে বিভিন্ন বয়সী প্রথমে ২৬ জন, পরবর্তীতে আরো ৫জনসহ মোট ৩১ জন শিক্ষার্থী এসে ভর্তি হয়। শ্বাসকষ্টসহ তাদের বিভিন্ন ধরনের সিমটম ছিল। হাসপাতালে ভর্তি হলে আমরা প্রয়োজনীয় চিকিৎসা এবং কাউন্সিলিং করি। আমরা পর্যালোচনা করে দেখেছি, শিক্ষার্থীরা মাস্ক সাইকোজেনিক ইলন্সে নামক রোগে আক্রান্ত হয়েছে। আমরা চিকিৎসা দেয়ার পরে এখন তারা অনেকটা সুস্থ এবং আশঙ্কামুক্ত। এ বিষয়ে আতঙ্কের কিছু নেই। তারা শিগগিরই সুস্থ হয়ে যাবে।


পাঠকের মন্তব্য দেখুন
৭ কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা - dainik shiksha ৭ কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা অটোরিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যু, ৮ দাবিতে জাবিতে ব্লকেড - dainik shiksha অটোরিকশার ধাক্কায় ছাত্রীর মৃত্যু, ৮ দাবিতে জাবিতে ব্লকেড শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত শিক্ষা বোর্ডের নির্দেশনা - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি সংক্রান্ত শিক্ষা বোর্ডের নির্দেশনা ছাত্রাবাস খোলার দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ - dainik shiksha ছাত্রাবাস খোলার দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ট্রাম্প প্রশাসনে শিক্ষামন্ত্রী হচ্ছেন লিন্ডা ম্যাকমোহন - dainik shiksha ট্রাম্প প্রশাসনে শিক্ষামন্ত্রী হচ্ছেন লিন্ডা ম্যাকমোহন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ - dainik shiksha চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বাউবিতে বিএড প্রোগ্রামে ভর্তি, আবেদন ফি ৭০০ - dainik shiksha বাউবিতে বিএড প্রোগ্রামে ভর্তি, আবেদন ফি ৭০০ চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ - dainik shiksha চবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করুন, ফি ১০০০ please click here to view dainikshiksha website Execution time: 0.0029799938201904