অতিথি পাখির মেলা জাবির নির্জন ক্যাম্পাসে

জাবি প্রতিনিধি |

অস্থিতিশীল পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে গোটা ক্যাম্পাসই এখন নির্জন। সন্ধ্যার অন্ধকারে বিশ্ববিদ্যালয়ের রাস্তায় হাঁটতে গেলে গা ছমছম করে। তবে অতিথি পাখির আগমনে এই নির্জন ক্যাম্পাসের জলাশয়গুলো এরই মধ্যে প্রাণচঞ্চল হয়ে উঠেছে। পাখির কলতানে দিনভর মুখর থাকে এসব জলাশয়। গত কয়েক বছরের তুলনায় এবার সবচেয়ে বেশি পাখি এসেছে ক্যাম্পাসে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ছোট-বড় ১২টি জলাশয় রয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের জলাশয়, জাহানারা ইমাম ও প্রীতিলতা হল সংলগ্ন জলাশয়, ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের ভেতরের জলাশয়, সুইমিংপুল এলাকার জলাশয়ে অতিথি পাখির আধিক্য দেখা যায়। এই জলাশয়গুলো অতিথি পাখির জন্য উন্মুক্ত করে রাখা হয়।

অতিথি পাখির মধ্যে রয়েছে- সরালি, পিচার্ড, গার্গেনি, মুরগ্যাধি, মানিকজোড়, কলাই, নাকতা, জলপিপি, ফ্লাইপেচার, পাতারি, চিতা টুপি ও লাল গুড়গুটি। অতিথি পাখির মধ্যে অধিকাংশই ছোট হাঁসজাতীয়। প্রাণিবিদ্যা বিভাগ সূত্রে জানা যায়, ১৯৮৬ খ্রিষ্টাব্দে সর্বপ্রথম জাবিতে অতিথি পাখি আসা শুরু করে। এই ক্যাম্পাস এলাকায় ১২৬টি দেশীয় ও ৬৯টি বিদেশি প্রজাতি মিলিয়ে মোট ১৯৫ প্রজাতির অতিথি পাখি রয়েছে। তবে এদের মধ্যে দেশীয় ৭৮ প্রজাতির পাখি ক্যাম্পাসে নিয়মিত বাসা বাঁধে।

সেপ্টেম্বরের শুরু থেকেই কিছু অতিথি পাখি জলাশয়ের আশপাশের গাছগাছালির ডালপালায় ও কিছু পাখি জলাশয়ের পানিতে আশ্রয় নেয়। ডিসেম্বরের মাঝামাঝি থেকে মধ্য জানুয়ারি পর্যন্ত সবচেয়ে বেশি পাখি আসে। সাইবেরিয়া, চীনের জিনজিয়াং, মঙ্গোলিয়া ও নেপালে প্রচুর তুষারপাত থাকায় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কম শীতল এলাকা বাংলাদেশের বিভিন্ন এলাকায় পাড়ি জমায়।

এদিকে, প্রতিবছর জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে পাখি মেলার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও পাখি বিশেষজ্ঞ অধ্যাপক মো. কামরুল ইসলাম বলেন, সেপ্টেম্বরের শুরুতে অতিথি পাখি আসতে শুরু করেছে। প্রতিবছরের মতো এবারও অতিথি পাখির আবাসস্থল নিরাপদ রাখতে জলাশয়গুলো পরিস্কার ও তীরগুলো সংস্কার করা হয়েছে। পাখি সংরক্ষণে সচেতনতা বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি। এই ক্যাম্পাসটি পাখিদের জন্য একটি নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত।' তিনি আরও বলেন, 'জানুয়ারি মাসের শুরুর দিকে পাখিমেলার আয়োজন করা হবে।'


পাঠকের মন্তব্য দেখুন
সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান - dainik shiksha সফটওয়্যারে কারিগরি ত্রুটি/ ইনডেক্সধারী শিক্ষকদের তথ্য ইমেইলে আহ্বান শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! - dainik shiksha শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বৈত নীতি! হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা - dainik shiksha লিখিততে প্রক্সি দিয়ে পার, মৌখিক পরীক্ষায় এসে ধরা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে শিক্ষক কেনো বদলি চান - dainik shiksha শিক্ষক কেনো বদলি চান ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে - dainik shiksha ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হতে পারে জুলাইয়ে please click here to view dainikshiksha website Execution time: 0.0041019916534424