অতিবৃষ্টি-জোয়ারে ডুবেছে ঝালকাঠির ৫০ গ্রাম

ঝালকাঠি প্রতিবেদক |

মাঝারি থেকে ভারি বর্ষণের কারণে ঝালকাঠির প্রধান তিনটি নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে। নদীর পাড় উপচে জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বেড়িবাঁধহীন কাঁঠালিয়া উপজেলার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। নলছিটি ও রাজাপুরে ডুবেছে ১৮ গ্রাম। এছাড়া সদর উপজেলায় তলিয়েছে আরো অন্তত ১৭ টি গ্রাম। সোমবার পর্যন্ত পুরো জেলায় ৫০ টি গ্রাম পানিতে ডুবে গেছে। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঝালকাঠি কার্যালয়ের তথ্য অনুযায়ী জেলার সুগন্ধা, বিষখালী ও হলতা নদীর পানির উচ্চতা গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সোমবার বিকেলে বিষখালীর ত্রিমোহনায় পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন নদীপাড়ের হাজার হাজার মানুষ। সেই সঙ্গে বিপাকে রয়েছে মৎস্য এবং গো-খামারিরা।

আবহাওয়া অধিদপ্তরের পুর্ভাবাস অনুযায়ী ভারীবর্ষণ ও পুর্ণিমার জোয়ারে উপকূলের নিম্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় আগে থেকেই প্রস্তুত ছিলেন নিম্মাঞ্চলের মানুষ। অনেকেই গবাদি পশু উচু স্থানে সরিয়েছে।

তবে জেলার নদীতীরবর্তী বাসিন্দারা বিশেষ করে বেড়িবাঁধহীন কাঁঠালিয়া,  রাজাপুর ও নলছিটি উপজেলার মানুষ পরেছে বিপাকে। নদীতীরে নির্মিত আশ্রয়নের ঘর ছেড়ে বৃদ্ধ ও শিশুদের নিয়ে অন্যত্র চলে গেছে অনেকেই।

কাঁঠালিয়া উপজেলার চিংড়াখালী গ্রামের শামসুল হক দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এমন পরিস্থিতি আর দু-এক দিন থাকলে নদী আর গ্রাম সমান হয়ে যাবে। বড় গাছের গোড়া নরম হয়ে গাছ উপড়ে বসত ঘরে পড়ার আশঙ্কায় আছি।

কৈখালী গ্রামের আবুল বাসার সরদার দৈনিক শিক্ষাডটকমকে বলেন,  কৃষি জমি তলিয়ে গেছে, পুকুরের মাছ বের হয়ে গেছে। পানি অতিমাত্রায় বাড়ায় নেট দিয়ে মাছ আটকাতে পারিনি। খামারের ছাগলগুলো পাসের বিল্ডিয়ের ছাদে উঠিয়ে রেখেছি। এভাবে চলতে থাকলে আরো বেশি ক্ষতির সম্মুখীন হবো আমি।

রাজাপুর উপজেলার আগাংরিয়া গ্রামের জালাল মৃধা, হনুফা বেগম, মীর কাশেম আলী এবং লতিফা বেগমও জানালেন তাদের দুর্ভোগের কথা। পানির সাথে বসত ঘরে ঢুকছে সাপ ও নানা রকম কিট-পতঙ্গ। বিষখালীর তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করা পর্যন্ত এই দুর্ভোগ কাটার সম্ভাবনা নেই বলেও জানান তারা।'

নলছিটি উপজেলার সরই গ্রামে পানি ঢোকার সাথে ক্ষয়ে যাচ্ছে নদীর পাড়। পানি কমার পর ভাঙনের কবলে পড়ার শঙ্কায় রয়েছেন 0এখানকার বাসিন্দারা। অন্যদিকে এ উপজেলার দপদপিয়া ইউনিয়নে সড়ক ভেঙে নদীতে নেমে গেছে।

নলছিটি উপজেলার চেয়ারম্যান সিদ্দিকুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সুগন্ধা নদীর নলছিটি অংশে বাঁধ নির্মাণের জন্য সুপারিশমালা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এদিকে ঝালকাঠি পৌর এলাকায় সব সড়ক তলিয়ে গেছে। খালগুলো প্রভাবশালীরা আগেই দখল করে নেয়ায় শহর থেকে বৃষ্টির পানি দ্রুত সরতে পারছে না। এতে চরম দুর্ভোগে পরেছে পৌর এলাকার বাসিন্দারা। সোমবারের বৃষ্টিতে জেলা প্রশাসকের বাসভবন, সদর থানা কম্পাউন্ড, মসজিদ বাড়ি রোড, স্টেশন রোড, কুমারপট্টি, কাপুরিয়া পট্টিসহ হাটু পানি জমেছে শহরের গুরুত্বপূর্ণ সব সড়কে।

পানি উন্নয়ন বোর্ডের ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী এ কে এম নিলয় পাশা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বিষখালীর তীরে বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন হলেই ডিজাইন ডাটা পাঠানো হবে।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি কাঠালিয়া ও রাজাপুর উপজেলার বিভিন্ন গ্রাম এবং আশ্রয়ন এলাকা ঘুরে এসেছি। পানিবন্দিদের সব প্রয়োজনীয় সুবিধা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি। পানি অতিমাত্রায় বাড়লে নিম্নাঞ্চলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে।


পাঠকের মন্তব্য দেখুন
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কমপ্লেইন বক্স বন্ধ - dainik shiksha গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কমপ্লেইন বক্স বন্ধ পদত্যাগে বাধ্য করা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় ফেরালেন শিক্ষার্থীরা - dainik shiksha পদত্যাগে বাধ্য করা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় ফেরালেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার - dainik shiksha শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার শিক্ষাপ্রতিষ্ঠানে কম দামে বিটিসিএলের ইন্টারনেট দেয়া হবে: তথ্য উপদেষ্টা - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে কম দামে বিটিসিএলের ইন্টারনেট দেয়া হবে: তথ্য উপদেষ্টা শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে শিক্ষার্থীর চোখ হারানোর অভিযোগ - dainik shiksha শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে শিক্ষার্থীর চোখ হারানোর অভিযোগ দুই শিক্ষকের বহিষ্কারের দাবিতে বাউবি শিক্ষার্থীদের বিক্ষোভ - dainik shiksha দুই শিক্ষকের বহিষ্কারের দাবিতে বাউবি শিক্ষার্থীদের বিক্ষোভ হলগুলোকে সন্ত্রাসমুক্ত করে ছাড়বো : রাবি উপাচার্য - dainik shiksha হলগুলোকে সন্ত্রাসমুক্ত করে ছাড়বো : রাবি উপাচার্য কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026190280914307