মাদরাসা শিক্ষা অধিদপ্তর আলাদা ইবতেদায়ি শাখা খোলার দাবি জানিয়েছেন শিক্ষকরা। বর্তমানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে ‘দাখিল ও ইবতেদায়ি’ শাখার মাধ্যমে দাখিল ও ইবতেদায়ি মাদরাসাগুলো তদারকি করা হয়। কিন্তু শিক্ষকরা চাচ্ছেন আলাদা একটি শাখার মাধ্যমে ইবতেদায়ি শিক্ষকদের অনুদানভুক্ত করা, নাম, পদবি সংশোধনের কাজ হোক।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এ দাবি জানিয়ে আবেদন দিয়েছে শিক্ষকদের একটি সংগঠন। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য পরিষদ নামের একটি সংগঠনের পক্ষ থেকে অধিদপ্তরে আলাদা ইবতেদায়ি শাখা খোলার আবেদন জানানো হয়েছে। এ আবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তরকে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।
গত ৯ ফেব্রুয়ারি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ আসগর আলী স্বাক্ষরিত চিঠিতে এ আবেদনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।
এর আগে গত ২৪ জানুয়ারি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য পরিষদ অধিদপ্তরে আলাদা ইবতেদায়ি শাখা খোলার আবেদন জানিয়েছিলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।