অধ্যক্ষকে বদলি, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা প্রতিনিধি |

কুমিল্লার নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. মজিবল হায়দর চৌধুরীকে যোগদানের চার মাসের মাথায় বদলি করায় বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।  

আজ রোববার সকালে কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নাঙ্গলকোট পৌর সদর বাজারের কয়েকটি সড়ক ঘুরে ফের কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

সেই সঙ্গে অধ্যক্ষ ড. মো. মজিবল হায়দর চৌধুরীর বদলির আদেশ প্রত্যাহার করে একই প্রতিষ্ঠানে ফের অধ্যক্ষের দায়িত্বে বহাল রাখার জন্য প্রায় চারশ’ শিক্ষার্থীর গণস্বাক্ষর দিয়ে কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মু. মুশফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুবের নিকট একটি স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা যায়, এক সময় নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজে ছিল হযবরল অবস্থা। শিক্ষার মান ছিল না বললেই চলে। পরীক্ষার সময় চলত নকল। পরে কলেজটিকে জাতীয়করণ করা হয়। এরপর অধ্যক্ষ আসে যায় কিন্তু ভাগ্য বদলায়নি এ কলেজের শিক্ষার্থীদের।   

চলতি বছরের ১১ জুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন ড. মো. মজিবল হায়দর চৌধুরী। তিনি আসার পরে নিয়মিত ক্লাস, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি, কলেজে চলাকালে সকল গেইট বন্ধ রাখাসহ নানামুখী উন্নয়নকাজ পরিচালনা করেন তিনি। এতে এলাকার মানুষের কাছে তার সুনাম ছড়িয়ে পড়ে। তবে গত ১৮ অক্টোবর ড. মো. মজিবল হায়দর চৌধুরীকে কুড়িগ্রাম সরকারি কলেজে বদলি করা হয়। এতে মন ভেঙে যায় শিক্ষার্থী ও অভিভাবকদের।

একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া, জান্নাত, বিউটি আক্তার ও দ্বাদশ শ্রেণির ইয়াছিন ও সানজিদা আক্তার বলেন, এ অধ্যক্ষকে দেখে এই কলেজে ভর্তি হই। এখন যদি তিনি চলে যান, আমরাও ছাড়পত্র নিয়ে চলে যাব। কারণ এখানে আর লেখাপড়া হবে না। আর কোনো ভালো শিক্ষক এ প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না। তাই আজকে কলেজ বন্ধের দিনেও আমরা কলেজে এসে স্যারের বদলি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমাদের দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলন করা হবে।

এ বিষয়ে অভিভাবক ইউছুফ ভূইয়া বলেন, গত চার মাসে নাঙ্গলকোট সরকারি কলেজের অনেক পরিবর্তন হয়েছে। যা কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর বিরল। ছেলেকে একাদশ শ্রেণিতে ভর্তি করেছিলাম বর্তমান অধ্যক্ষকে দেখে।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব বলেন, অধ্যক্ষকের বদলি প্রত্যাহারের দাবিতে ছাত্র-ছাত্রীরা একটি স্মারকলিপি দিয়েছে। আমরা স্মারকলিপি শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রদান করব। সেখান থেকে যা সিদ্ধান্ত নেওয়া হয় তাই হবে।


পাঠকের মন্তব্য দেখুন
জোর করে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ, শিক্ষা মন্ত্রণালয়ের করা হুঁশিয়ারি - dainik shiksha জোর করে প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ, শিক্ষা মন্ত্রণালয়ের করা হুঁশিয়ারি রাজনীতি করি না, ভবিষ্যতেও করবো না: ঢাবির নতুন ভিসি - dainik shiksha রাজনীতি করি না, ভবিষ্যতেও করবো না: ঢাবির নতুন ভিসি চার তারিখের মধ্যে মাদরাসা শিক্ষকদের এমপিওর আবেদন - dainik shiksha চার তারিখের মধ্যে মাদরাসা শিক্ষকদের এমপিওর আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আমানুল্লাহ দীপু-টিপু-রতন সিন্ডিকেটের ঘুষের সাম্রাজ্য - dainik shiksha দীপু-টিপু-রতন সিন্ডিকেটের ঘুষের সাম্রাজ্য এনসিটিবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দাবি বৈষম্যবিরোধীদের - dainik shiksha এনসিটিবির দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দাবি বৈষম্যবিরোধীদের কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0025079250335693