অধ্যক্ষের অপসারণের দাবিতে মৌন মিছিল

নিজস্ব প্রতিবেদক |

দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাত্সহ নানা অনিয়মের অভিযোগে পাবনার শহীদ সাধন সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরা পারভীনের অপসারণ দাবিতে মৌন মিছিল করেছে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। একই সঙ্গে কলেজের সভাপতি দবির উদ্দিন আহম্মেদকে অযোগ্য ঘোষণা করে তারও পদত্যাগ দাবি করা হয়।

গতকাল দুপুরে শহরের আবদুল হামিদ রোডের কলেজ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পাবনা শহীদ সাধন সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরা পারভীন নিয়োগ পাওয়ার পর থেকেই স্বেচ্ছাচারিতা, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাত্ এবং শিক্ষার্থীসহ সহকর্মীদের সঙ্গে খারাপ আচরণ ও নির্যাতন করে আসছেন। এতে প্রতিষ্ঠানের লেখাপড়ার পরিবেশ ব্যাহত হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য গভর্নিং বডির সভাপতিকে বারবার জানানো হলেও তিনি রহস্যজনকভাবে কোনো পদক্ষেপ নেননি। অবিলম্বে কলেজের অধ্যক্ষের অপসারণ ও ম্যানেজিং কমিটির সভাপতির পদত্যাগের মাধ্যমে কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।

প্রতিবাদ কর্মসূচিতে শহীদ সাধন সংগীত কলেজের সহকারী অধ্যাপক সালেহা পারভীন, নারগিস পারভীন, প্রভাষক সন্দীপা সরকার, আনোয়ার হোসেন বাবু, শরিফ হায়দার খান, মো. সুমন হাসানসহ সব শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী অংশ নেন।

এদিকে, কলেজের ২১ শিক্ষক-কর্মচারীর মধ্যে ২০ জনই অধ্যক্ষ মনিরা পারভীনের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছেন। ফলে কলেজের সব কার্যক্রম বন্ধ রয়েছে। অধ্যক্ষের অপসারণ বিষয়টি এরই মধ্যে জেলা শিক্ষা অফিসারকেও অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মনিরা পারভীন বলেন, ‘কলেজের শিক্ষকরা ইচ্ছামতো কলেজে আসেন। সময়মতো কলেজে না আসায় তাদের মৌখিকভাবে অনেকবার সতর্ক করেছি। কিন্তু তারা তাতে কর্ণপাত না করে খেয়ালখুশিমতো ছুটিসহ কলেজে যাতায়াত করেন। বিষয়টি আমি বারবার বলার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।’

এ ব্যাপারে শিক্ষকদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো লিখিত ব্যবস্থা নেয়া হয়নি।’

তবে কলেজ সভাপতি দবির উদ্দিন আহম্মেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


পাঠকের মন্তব্য দেখুন
শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম লামিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ - dainik shiksha প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল আগামী সপ্তাহ ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল - dainik shiksha ছাত্রলীগ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উড়াবে কাল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0031161308288574