পটুয়াখালীর মির্জাগঞ্জে সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও পদত্যাগের দাবিতে গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নানা কর্মসূচি পালন করেছেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রোববার বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়ে মানববন্ধন ও উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার সকালে শুরু হয়ে বৃষ্টি উপেক্ষা করে দুই ঘন্টাব্যাপী সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজের সামনে বরগুনা-সুবিদখালী-বাকেরগঞ্জ মহাসড়কে শত-শত শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
এ সময় সড়কের দুইপাশে শত-শত গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের মানববন্ধন স্থগিত করার আহ্বান জানান মির্জাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার।
পরে প্রশাসনিক কর্মকর্তার আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থীরা মানববন্ধন স্থগিত করেন এবং তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন। এ সময় সুবদিখালী সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের কারণে দ্রুত পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরো জানান, গত ১৮ আগস্ট রোববার থেকে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যাকারী ও ফ্যাসিজমের সমার্থক এবং কলুশিত স্বৈরাচার রাজনীতির পৃষ্ঠপোষক সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষের অনিয়মের সুষ্ঠু তদন্ত ও পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।
পরে উপজেলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আসাদুজ্জমান বলেন, অন্যায়কে প্রশ্রয় না দেয়ার কারণে তারা এটা করছে। কলেজে বিগত বছরগুলোতে কোনো সরকারি বরাদ্দ নেই তাই এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা আমার কাছে একটা স্বারকলিপি দিয়েছে, তা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক স্যারের বরাবর পাঠানো হবে।