অধ্যক্ষের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক |

সিরাজগঞ্জ জেলার কাজিপুর বরশীভাঙ্গা বুজরক আলী বেগম ময়না উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগের তদন্ত শুরু করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। অভিযোগ তদন্তে কারিগরি অধিদপ্তরের আঞ্চলিক পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। একাধিক সূত্র দৈনিক শিক্ষাকে এ খবর নিশ্চিত করেছে।

জানা যায়,  বুজরক আলী বেগম ময়না উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজের সেক্রেটারিয়াল সায়েন্স বিভাগের প্রভাষক মো: সোহরাব আলীর অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতার বিধি লঙ্ঘন করে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো: আব্দুল মুন্নাফকে সহকারী অধ্যাপক স্কেলপ্রাপ্তিতে সুপারিশসহ তার আবেদন প্রেরণের সুস্পষ্ট প্রমাণসহ ব্যাখ্যা চেয়েছিল কারিগরি শিক্ষা অধিদপ্তর। 

এ অভিযোগের ব্যাখ্যা দেন বরশীভাঙ্গা বুজরক আলী বেগম ময়না উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজের অধ্যক্ষ। অধ্যক্ষ তার ব্যাখায় বলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্বজনপ্রীতি ও জ্যেষ্ঠতার বিধি লঙ্ঘন করে প্রভাষক মো: আব্দুল মুন্নাফকে সহকারী অধ্যাপক স্কেলপ্রাপ্তির সুপারিশসহ কোন প্রকার আবেদন এই দপ্তরে পাঠাননি তিনি । তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি সহকারী অধ্যাপক পদে পদায়নের বিষয়ে এখন পর্যন্ত কোন মিটিং বা সিদ্ধান্ত গ্রহণ করেননি। প্রভাষক মো: আব্দুল মুন্নাফকে তো নয়ই বরং প্রতিষ্ঠানে কর্মরত ছয়জন প্রভাষকের কাউকে পদন্নতি দেই নাই। তাই অভিযোগকারীর অভিযোগ ভিওিহীন, উদ্দেশ্য প্রণোদিত এবং অধ্যক্ষকে সমাজে হেয় প্রতিপন্ন করার প্রয়াস। 

তিনি আরও জানান, অভিযোগকারী  প্রভাষক মো: সোহরাব আলীর আবাসস্থল প্রতিষ্ঠানের কাছে হওয়ায় বিভিন্ন সময়ে তিনি অনিয়ম করে থাকেন। এ প্রভাষকের বিরুদ্ধে নিয়মিত সময়মত না আসা, অফিস সময় শেষ হওয়ার আগে চলে যাওয়া, শিক্ষক-কর্মচারীদের সাথে অসদাচারণ, ছাত্র-ছাত্রীদের পাঠদানে অনীহা ও ছাত্র-ছাত্রীদের  যেকোন প্রশ্ন জিজ্ঞাসাতে তাদের ওপর প্রচণ্ড রেগে যাওয়া ইত্যাদি অভিযোগ সম্পর্কে তার লিখিত জবাবে উল্লেখ আছে। 

চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানের অধ্যক্ষের দাখিলকৃত লিখিত জবাব যাচাই করলে দেখা যায়, প্রতিষ্ঠানের ফাইল নথিতে সংরক্ষিত কাগজপত্রের সাথে সাংঘর্ষিক ও বিভ্রান্তিকর। কারণ তিনি(অধ্যক্ষ) প্রভাষক মো: আব্দুল মুন্নাফকে সহকারী অধ্যাপক স্কেলপ্রাপ্তির আবেদন দপ্তরে জমা করেননি বলে তার লিখিত জবাবে উল্লেখ করলেও প্রতিষ্ঠানের ফাইল নথি মোতাবেক প্রভাষক মো: আব্দুল মুন্নাফের সহকারী অধ্যাপক স্কেলপ্রাপ্তির আবেদন  এ দপ্তরে জমা রয়েছে। যেখানে প্রতিষ্ঠান প্রধানের অগ্রায়ন ও সহকারী অধ্যাপক পদে ম্যানেজিং কমিটির সুপারিশ সংক্রান্ত রেজুলেশন সংযুক্ত আছে। 
  
এ অবস্থায় এ বিষয়টি সরজমিনে তদন্ত করে বিধি মোতাবেক জৈষ্ঠ্যতা নির্ধারণ এবং দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে সুস্পষ্ট প্রতিবেদন কারিগরি শিক্ষা অধিদপ্তরের জমা দিতে বলা হয়েছে কারিগরি অধিদপ্তরের আঞ্চলিক পরিদর্শককে।


পাঠকের মন্তব্য দেখুন
শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0025820732116699