অনলাইনে হবে চসিকের ৭১ স্কুল-কলেজের পরীক্ষার ব্যবস্থাপনা

চট্টগ্রাম প্রতিনিধি |

চট্টগ্রাম সিটি করপোরেশ্বন (চসিক) পরিচালিত ৭১টি স্কুল-কলেজের এসএসসি ও এইচএসসি টেস্ট পরীক্ষার সব ব্যবস্থাপনা অনলাইন পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে। ফলে প্রথমবারের মতো চসিকের ২৩টি কলেজের ৫৮ হাজার ৯০০টি উত্তরপত্র এবং দ্বিতীয়বারের মতো ৪৮টি স্কুলের ৮৭ হাজার উত্তরপত্র, মোট ১ লাখ ৪৬ হাজার উত্তরপত্রের টেস্ট পরীক্ষার ফলাফল অনলাইনের মাধ্যমে প্রকাশ করা হবে। অন্যদিকে, কম্পিউটার ইনস্টিটিউট চসিকের জন্য তৈরি করা একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার বর্তমানে চালুর অপেক্ষায় আছে।

জানা যায়, এই সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য ভিন্ন ভিন্ন লগইন প্যানেল, প্রতিষ্ঠানের নির্ধারিত ব্যক্তিদের জন্য আলাদা প্যানেল, পরীক্ষকদের জন্য পৃথক লগইন প্যানেল, এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, স্বয়ংক্রিয় রোল নম্বর প্রস্তুতি, প্রবেশপত্র প্রদান প্রস্তুতি, স্বাক্ষরলিপি প্রস্তুতি, পরীক্ষার্থীদের প্রতিটি উত্তরপত্রের জন্য পৃথক গোপন নম্বর তৈরি, অটো মার্কশিট তৈরি ও শিক্ষার্থীর রোল নম্বরভিত্তিক ফলাফল প্রদর্শন। এ বছর পরীক্ষার্থীরা ঘরে বসেই কলেজের ফলাফল জানতে পারবে।

চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘২০১৮ খ্রিষ্টাব্দে চসিক’র ৪৭টি স্কুলের এসএসসি টেস্ট পরীক্ষার কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার পর এ বছর ২৩টি কলেজের টেস্ট পরীক্ষার ফল অনলাইনে প্রকাশের উদ্যোগ গ্রহণ করি। আগামীতে চসিকের সব শিক্ষা প্রতিষ্ঠান সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করার পরিকল্পনা আছে।’

চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া বলেন, ‘কলেজের পরীক্ষা কমিটি ও কম্পিউটার ইনস্টিটিউটের প্রশিক্ষকদের নিয়ে বৈঠক করে এ বছর থেকে কলেজগুলোর পরীক্ষা অনলাইনে সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়। অনলাইন পদ্ধতিতে ফল প্রকাশে সময় কম লাগা, সুন্দর-সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করা যায়।’   

চসিক কম্পিউটার ইনস্টিটিউটের পরিচালক আনিছ আহমদ বলেন, ‘স্কুলগুলোর পাশাপাশি এবার কলেজগুলোতেও স্বয়ংক্রিয়ভাবে প্রতি পরীক্ষার্থীর রোল নম্বর প্রদান, প্রবেশ্বপত্র ও স্বাক্ষরলিপি প্রস্তুত করেছি। এ বছর এই সফটওয়্যারে ৪৮টি স্কুল ও ২৩টি কলেজসহ মোট ৭১টি প্রতিষ্ঠান তাদের পরীক্ষার সব কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সম্পন্ন করছে।’     

সফটওয়্যার কাজের দল প্রধান আশরাফ রেজা বলেন, ‘মেয়র মহোদয়ের নির্দেশে আমরা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় পৃথক একটি পূর্ণাঙ্গ সফটওয়্যার তৈরি করেছি। এতে আছে, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, শিক্ষার্থীদের দৈনিক ও ক্লান ভিত্তিক উপস্থিতি, একাডেমিক ক্যালেন্ডার, ছুটির তালিকা, স্বয়ংক্রিয় রুটিন প্রস্তুত, প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় পরীক্ষা ব্যবস্থাপনা, পরীক্ষার স্বয়ংক্রিয় আসন বিন্যাস, ফলাফল ব্যবস্থাপনা। এর মাধ্যমে মেয়র ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অফিসে বসে প্রতি মুহূর্তের পরিসংখ্যান তাদের নিজ নিজ লগইন প্যানেল হতে দেখতে পারবেন। চসিক মেয়রের নির্দেশে প্রস্তুতকৃত সফটওয়্যারটি বর্তমানে চালুর অপেক্ষায় আছে।


পাঠকের মন্তব্য দেখুন
কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.002392053604126