জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকা আগামীকাল বৃহস্পতিবার বিকাল চারটায় প্রকাশ করা হবে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এসএমএস ও ওয়েবসাইটে ফল দেখা যাবে। এসএমএসের মাধ্যমে বিকেল চারটা থেকে ফল দেখা যাবে। এসএমএসে ফল দেখতে nu লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এছাড়া রাত নয়টায় শিক্ষার্থীরা ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) ফল পাওয়া যাবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।