জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় ফের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বেড়েছে। এর আগে এই সময় ছিলো ২৭ আগস্ট পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে যেসব শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারেনি তারা জরিমানা দিয়ে এবার ফরম পূরণ করতে পারবেন।
গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যায়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত চিঠি প্রকাশ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ১ম বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ, ডাটা এন্ট্রি নিশ্চয়ন ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমাদানের শেষ ২৯ আগস্ট ছিলো। যে সব পরীক্ষার্থী নির্ধারিত সময়ে ফরম পূরণ করতে পারেনি তাদের জন্য কলেজের অধ্যক্ষের সুপারিশের প্রেক্ষিতে ২ হাজার টাকা বিলম্ব ফিসহ ৮ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী ফরম পূরণ, নিশ্চয়ন ও ইনকোর্স নম্বর এন্ট্রি দেয়ার তারিখ নির্ধারণ করা হলো। আর সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।