নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়দের হট্টোগোলে নওগাঁর মান্দার পারসিমলা কালুপাড়া আবিদ্যপাড়া (পিকেএ) উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থাগিত করা হয়েছে। এ নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়রা হট্টোগোল শুরু করলে তোপের মুখে নিয়োগ বোর্ড স্থগিত করে সটকে পড়েন কর্তারা। রোববার এ ঘটনা ঘটে।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম দাবি করেছেন, পরীক্ষা ছাড়াই স্থানীয়দের নিয়োগ দেয়ার দাবি করায় নিয়োগ স্থগিত করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে সাতবাড়িয়া এলাকার এক প্রার্থী এবং অফিস সহায়ক পদে দাসপাড়া এলাকার আরেক প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ বাবদ হাতিয়ে নিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। এরপর যোগসাজশী বোর্ড গঠন করেন তিনি। বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় এলাকাবাসীর তোপের মুখে নিয়োগ বোর্ড স্থগিত করে সটকে পড়েন নিয়োগের কর্মকর্তারা।
আয়া পদে নিয়োগের জন্য আবেদনকারীর স্বামী গোপালসহ অন্যরা অভিযোগ করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে এলাকার একাধিক প্রার্থী আবেদন করেছেন। কিন্তু যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন না করে এক প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নেয় কর্তৃপক্ষ। অন্যদিকে, দাসপাড়া এলাকার আরেক প্রার্থীর কাছ থেকে একইভাবে টাকা হাতিয়ে নেন তারা। এসব বিষয় প্রকাশ হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বিদ্যালয় ঘেরাও করেন। যোগসাজশী নিয়োগ বোর্ড বাতিলের দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে পিকেএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, টাকা নেয়ার অভিযোগ ভিত্তিহীন।
স্থানীয়রা পরীক্ষা ছাড়াই এলাকা থেকে নিয়োগ দেওয়ার দাবি করেন। এর আগেও তাদের এসব অযৌক্তিক দাবির কারণে দুইবার নিয়োগ বোর্ড স্থগিত করা হয়।মান্দা উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম বলেন, টাকা নিয়ে নিয়োগ দেয়ার বিষয়ে আমার জানা নেই। বিশৃঙ্খল পরিস্থিতির কারণে নিয়োগের যাবতীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে।