এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃহস্পতিবার ২২ হাজার ৭০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন সারাদেশের ১৮ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। পরীক্ষা শেষে এসব তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বৃহস্পতিবার নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের ইসলামের ইতিহাস ও পদার্থবিজ্ঞান এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের ট্রেড-১ (দ্বিতীয় পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে পরীক্ষা।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে নিয়মিত ও অনিয়মিতসহ মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। বৃহস্পতিবার পরীক্ষা ছিলো ১০ লাখ ৮৭ হাজার ৫৪৭ জনের। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ৬৪ হাজার ৫৪৭ জন। অনুপস্থিত ছিলেন ২২ হাজার ৭০৫ জন। ৫ হাজার ৮০০ জন এসএসসি পরীক্ষার্থী, ১৩ হাজার ১৪২ জন দাখিল পরীক্ষার্থী এবং ৩ হাজার ৭৬৩ জন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী এদিন পরীক্ষা দেননি।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনের এসএসসি পরীক্ষায় অংশ নেন ৭ লাখ ৩৪ জন, দাখিল পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৮ হাজার ৭৯৩ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১৫ হাজার ৭২০ জন।
জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ১ হাজার ৪৭৫ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ১৭ জন, কুমিল্লা বোর্ডের ৩৯২ জন, যশোর বোর্ডের ১ হাজার ৩৬ জন, চট্টগ্রাম বোর্ডের ২৫৪ জন, সিলেট বোর্ডের ২১৫ জন, বরিশাল বোর্ডের ২৪২ জন, দিনাজপুর বোর্ডের ৭৭৪ জন এবং ময়মনসিংহ বোর্ডের ৩৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এসএসসি ও সমমান পরীক্ষার বৃহস্পতিবার বহিষ্কৃত হয়েছেন ১৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে এসএসসি পরীক্ষার বহিষ্কার হয়েছেন ৭ জন পরীক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা বহিষ্কৃত হয়েছেন ৭ জন। আর এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ৪ জন পরীক্ষার্থী।
এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ৪ জন, কুমিল্লা বোর্ডে ১ জন, চট্টগ্রাম বোর্ডে ১ জন এবং দিনাজপুর বোর্ডে ১ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
আগামী রোববার এসএসসির বিজ্ঞান ও উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন দাখিলের জীববিজ্ঞান এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের ট্রেড-১ (দ্বিতীয় পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।