অনুমোদন ছাড়াই জাবির আইবিএ বিভাগের ৪০টি গাছ কর্তন

জাবি প্রতিনিধি |

গাছপালা সংরক্ষণ কমিটি ও প্রশাসনের অনুমোদন ছাড়াই প্রায় ৪০টি গাছ কেটে ফেলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইবিএ বিভাগ। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা ও গাছপালা সংরক্ষণ কমিটি বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও এস্টেট শাখা সূত্রে জানা যায়, ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশনের (আইবিএ) ভবন নির্মাণের জন্য বোটানিক্যাল গার্ডেন ও মীর মশাররফ হোসেন হলের মধ্যবর্তী উত্তর পার্শ্বে স্থান নির্ধারণ করা হয়। সেখানে ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ভবনের ভিত্তি প্রস্তরও স্থাপন করেন।

শুক্রবার আইবিএর ২৫ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রশাসনের কোনো অনুমোদন ছাড়াই অনুষ্ঠানকে সামনে রেখে গত ১১ থেকে ১৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩৫-৪০টি আকাশিয়া গাছ কাটে আইবিএ।

তবে গাছ কাটা শুরুর প্রায় তিনদিন পর ১৪ ফেব্রুয়ারি কাটার অনুমোদনের জন্য একটি ফাইল প্রশাসনের কাছে পাঠায় আইবিএ। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ফাইলটিকে এখনো অনুমোদন করেনি বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৩শে ফেব্রুযারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছগুলো কেটে পাশে স্তুপ করে রাখা হয়েছে। স্থানটি পরিষ্কার করে অনুষ্ঠানের প্যান্ডেল তৈরি করা হচ্ছে।

এ বিষয়ে আইবিএ’র পরিচালক মো. মোতাহার হোসেন বলেন, আমরা গাছ কাটার অনুমোদনের জন্য চিঠি দিয়েছি কিন্তু এখনো গাছ কাটার অনুমতি পায়নি। কাল আমাদের অনুষ্ঠান তাই কিছু গাছ কেটে ওইখান থেকে জায়গা পরিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে এস্টেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আমিন বলেন, গাছ কাটার বিষয়ে আমরা কিছুই জানি না। কাটার ক্ষেত্রে গাছপালা সংরক্ষণ কমিটি ও প্রশাসনের কোনো অনুমোদন নেয়া হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গাছপালা সংরক্ষণ কমিটির সদস্য ও দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বলেন, অনুমতি না নিয়ে গাছ কাটার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে বলবো একাধিক বিভাগ যাতে এক ভবনে থাকতে পারে সেই রকম উচু ভবন তৈরি করা তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ধ্বংস হবে না।


পাঠকের মন্তব্য দেখুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0045068264007568