অবরোধেও চলবে ইবির ক্লাস, নিয়োগ পরীক্ষা স্থগিত

ইবি প্রতিনিধি |

বিএনপি-জামায়াতের ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচিতে ক্লাস-পরীক্ষা চালু রাখার ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। শনিবার (৪ নভেম্বর) অনুষদীয় ডিনদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য জানিয়েছেন।

এদিকে ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য দুটি নিয়োগ পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়। রেজিস্ট্রার দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তর। 

জানা যায়, আগামী রোববার ও সোমবার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি ও জামায়াত। এই দুই দিন ক্লাস-পরীক্ষা চালু রাখার ঘোষণা দেয় ইবি কর্তৃপক্ষ।

এ বিষয়ে রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আগামী রোববার ও সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসের পাশাপাশি পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে ও অফিস যথারীতি খোলা থাকবে।

এর আগে গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত। এ সময় ক্লাস চালু রেখে সব পরীক্ষা বন্ধ রাখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া কুষ্টিয়া-ঝিনাইদহ ও শৈলকূপা থেকে ক্যাম্পাসে গমনকারী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী পরিবহনগুলোকে কঠোর পুলিশি নিরাপত্তা দেওয়া হয়।

এদিকে অবরোধের কারণে ৫ ও ৬ নভেম্বর ইবিতে অনুষ্ঠিতব্য ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের জব টেস্ট স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছে তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস।

বিজ্ঞপ্তি সূত্রে, ইবির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং চিকিৎসা কেন্দ্রের ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আগামী ৫ ও ৬ নভেম্বর পরীক্ষা দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, রোববার পুলিশি নিরাপত্তায় সকাল সাড়ে ৮টা ও বিকেল ৪টায় ক্যাম্পাসের সব বাস চলাচল করবে। তবে সোমবার অনলাইন ক্লাস থাকায় পরিবহন সংখ্যা কম থাকবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ - dainik shiksha সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ কারিগরির এসএসসি ও দাখিলের রেজিস্ট্রেশনের সময় ফের বাড়লো - dainik shiksha কারিগরির এসএসসি ও দাখিলের রেজিস্ট্রেশনের সময় ফের বাড়লো প্রাথমিকের ডিজির অপসারণ ছাড়া কাজে ফিরবেন না কর্মকর্তা-কর্মচারীরা - dainik shiksha প্রাথমিকের ডিজির অপসারণ ছাড়া কাজে ফিরবেন না কর্মকর্তা-কর্মচারীরা ‘তুমি কে আমি কে? আদুভাই আদুভাই’ স্লোগান শেকৃবি শিক্ষার্থীদের - dainik shiksha ‘তুমি কে আমি কে? আদুভাই আদুভাই’ স্লোগান শেকৃবি শিক্ষার্থীদের মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে একগুচ্ছ প্রস্তাব - dainik shiksha মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে একগুচ্ছ প্রস্তাব ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ - dainik shiksha ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0030009746551514