দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : অবসরে গেলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান। আজ বুধবার তিনি এনটিআরসিএ থেকে অবমুক্ত হয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে সরকারের এ অতিরিক্ত সচিবের অবসরোত্তর ছুটি শুরু হচ্ছে। চেয়ারম্যান নিজেই বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে চেয়ারম্যান অবসরে যাওয়ায় এনটিআরসিএর সদস্য এস এম মাসুদুর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।
অবসর জীবনের পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান এনামুল কাদের খান বুধবার দুপুরে নিজ দপ্তরে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দীর্ঘদিন কাজ করে ক্লান্ত। আপাতত অবসরের পর কি করবো সে বিষয়ে ভাবছি না। মূলত কয়েকদিন ছুটি কাটানোর পরিকল্পনা আছে।
২০২১ খ্রিষ্টাব্দের ৩ মে অতিরিক্ত সচিব এনামুল কাদের খান এনটিআরসিএর চেয়ারম্যান হিসেবে পদায়ন পান। এর আগে তিনি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক পদে কর্মরত ছিলেন। এনামুল কাদের খান চেয়ারম্যানের দায়িত্বে থাকার সময় ৬৭ হাজারের বেশি নতুন শিক্ষক নিয়োগ সুপারিশ পেয়েছেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।