টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চামুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়টি গাছ অবৈধভাবে কেটে ফেলার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে কর্তৃপক্ষ কেউই এই গাছ কাটা সম্পর্কে জানেন না বলে জানা গেছে। অবৈধভাবে সরকারি গাছ কাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগ দিয়েছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সভাপতি।
জানা যায়, মে দিবস উপলক্ষে বিদ্যালয়টি বন্ধ ছিলো। ওই দিন বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি রোপিত ছয়টি গাছ কেটেছেন বলে অভিযোগ উঠেছে এলাকার মো. আনোয়ার হোসেন লেবু (৫০), রফিকুল ইসলাম তোতা (৫৩), আজগর আলী (৬২), আবু বকর (৪২), আব্দুল কাদের (৩৮) ও মো. হারুনের (৪০) বিরুদ্ধে।
সরেজমিন স্কুলে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে প্রাচীরের বাইরে কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। বাঁশের বেড়া দেয়া হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি ইদ্রিস আলী দৈনিক শিক্ষাডটকমকে জানান, বিদ্যালয়ের কমিটি বারো বছর আগে বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তিতে গাছগুলো রোপন করেছিল্ল। সেই গাছ কেটে স’মিলে নিয়ে গেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ প্রকাশ করেছেন।
শিক্ষকরা বলছেন, মে দিবসে বন্ধ থাকায় বিদ্যালয়ে ওই দিন তারা ছিলেন না।
এ বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত মো. আনোয়ার হোসেন লেবুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি অভিযোগ পেয়েছি, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।