অভিভাবকদের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে উপবৃত্তির নামে প্রতারণা

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি |

পিরোজপুরের কাউখালীর শিক্ষার্থী ও অভিভাবকদের মুঠোফোনে এসএমএস পাঠিয়ে উপবৃত্তির টাকা দেয়ার নামে প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। চক্রটি  শিক্ষা বোর্ডের নাম ব্যবহার করে মোবাইলে এসএমএস পাঠিয়ে তাদের পাতানো ফাঁদে ফেলে অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে সরকারি কাউখালী বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক নজরুল ইসলামের মোবাইলে উপবৃত্তির টাকা দেয়ার কথা বলে প্রতারকেরা একটি মেসেজ পাঠায়। চক্রটি মেসেজে লিখেছে, উপবৃত্তির টাকা দেয়া হচ্ছে। এরপর ০১৮৬১৯৪২১০৫ নম্বর দিয়ে বলা হয় এটি শিক্ষা বোর্ডের নম্বর। করোনার কারণে ৪ হাজার ২০০ টাকা উপবৃত্তি দেয়া হচ্ছে বলে ওই নম্বরে সকাল ৯ টা থেকে রাত ৮ টা মধ্যে যোগাযোগ করতে বলা হয়। এরপর ওই অভিভাবক তাদের দেয়া নম্বরে ফোন দিয়ে কোন বোর্ড থেকে টাকা দেয়া হবে জানতে চাইলে চক্রটি গাজীপুর বোর্ডের নাম বলেন। 

অভিভাবক নজরুল ইসলাম জানান, গাজীপুরে কোন শিক্ষা বোর্ড আছে বলে তার জানা নেই। এরপর প্রতারক ফোনটি কেটে দেয়। তিনি ছাড়াও কয়েকজন অভিভাবককেও একই এসএমএস পাঠিয়েছে প্রতারক চক্রটি। ওই অভিভাবকদেরও প্রতারকরা একইভাবে টাকা পাঠাতে বলে। প্রতারক চক্র এ ছাড়া মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট হ্যাকও করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় বলে ধারণা করছেন অভিভাবকরা। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী এ বিষয়ে সতর্ক করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, উপবৃত্তির জন্য কোনো এসএমএস মুঠোফোনে পাঠানো হয় না। করোনার জন্য আলাদাভাবে কোনো উপবৃত্তিও দেয়া হচ্ছে না। বোর্ড থেকেও বৃত্তি দেয়া হলে কোনো এসএমএস পাঠানো হয় না। এ প্রতারক চক্রের ফাঁদে যাতে কেউ না পড়েন তার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে ক্লাসে শিক্ষার্থীদের সতর্ক করে দেয়ার জন্য বলা হয়েছে।


পাঠকের মন্তব্য দেখুন
কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে - dainik shiksha কিরগিজস্তানে বাংলাদেশি ১২শ’ শিক্ষার্থীর আতঙ্কে দিন কাটছে বিলেত সফরে শিক্ষামন্ত্রী - dainik shiksha বিলেত সফরে শিক্ষামন্ত্রী ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা - dainik shiksha ডলার সংকটে কঠিন হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন - dainik shiksha সুপাড়ি চুরির সন্দেহে দুই ছাত্রকে নির্যা*তন ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল - dainik shiksha ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে - dainik shiksha নামী স্কুলগুলোর ফলে পিছিয়ে পড়ার নেপথ্যে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.005098819732666