অমুক্তিযোদ্ধারা বিএনপির এজেন্ডায় অপপ্রচার চালাচ্ছেন : এমপি এম এ মতিন

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

বীর মুক্তিযোদ্ধা হিসেবে নাম তালিকাভুক্তির প্রতিবাদের জবাবে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেছেন, কয়েকজন অমুক্তিযোদ্ধা বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে অপপ্রচার চালাচ্ছেন। আট বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছেন বলে দাবি করা একজন ব্যক্তি স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি টাকার বিনিময়ে এসব অপপ্রচার করছেন। আগামী রোববার উলিপুরে সংবাদ সম্মেলন করে সব সত্য তুলে ধরা হবে।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধা হিসেবে এমপি মতিনের নাম তালিকাভুক্তির প্রতিবাদ

সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। ছবি : সংগৃহীত

শুক্রবার দুপুরে দৈনিক শিক্ষাডটকমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জানা গেছে, চলতি বছরের শুরুতে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্য এম এ মতিনের নাম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়। শুক্রবার এর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন উলিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের একাংশ।

এ বিষয়ে জানতে চাইলে এমপি এম এ মতিন আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ হাসিলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যে মন্টু আমার বিরুদ্ধে অপপ্রচার করছে সে নিজেই ভুয়া মুক্তিযোদ্ধা। সে উলিপুর উপজেলা আওয়ামী লীগের কথিত সভাপতি হলেও বাস্তবায়ন করছে বিএনপির এজেন্ডা। মহান মুক্তিযুদ্ধের সময় মন্টুর বয়স ছিলো আট বছর, সে এখন নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করছে। তার সঙ্গে কুড়িগ্রামের সংবাদ সম্মেলনে তিনজন বিএনপি নেতা ছিলেন বলে জানতে পেরেছি। 

তিনি আরও বলেন, আমি ২০১১ খ্রিষ্টাব্দে আবেদন করেছি। যাচাই-বাছাই ও নিয়মতান্ত্রিকভাবে আমাকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। কিছু দিন আগে যখন আমি এ অনুমোদন পেয়েছি, আমাকে স্থানীয় মুক্তিযোদ্ধারা সংবর্ধিত করেছেন। কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধারা আমাকে অভিনন্দন জানিয়েছেন। আর মন্টু নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে অমুক্তিযোদ্ধাদের নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এগুলো সে করছে বিএনপির এজেন্ডা বাস্তবায়নে। 

তিনি বলেন, আমার প্রশ্ন হলো তারা কয়েকজন উলিপুরে সংবাদ সম্মেলন না করে কোনো কুড়িগ্রামে এসে সংবাদ সম্মেলন করলেন। তারা উলিপুরেই তো করতে পারতেন। কিন্তু উলিপুরে সংবাদ সম্মেলন করে এসব মিথ্যা অভিযোগ তুললে স্থানীয়রা তাদের প্রতিবাদ করতেন। তাই তারা কুড়িগ্রামে এসে সংবাদ সম্মেলন করেছেন। 

সংসদ সদস্য আরও বলেন, আমি সব সত্য জনগণের সামনে তুলে ধরবো। আগামী রোববার আমি সংবাদ সম্মেলন করবো উলিপুরে। সেখানে সব সত্য তুলে ধরা হবে। তারা নির্বাচনের আগে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। যার নেতৃত্বে এসব অপপ্রচার হচ্ছে তিনি কথিত আওয়ামী লীগের নেতা। তার বিষয়ে সব সত্য তথ্য আমি জনগণের সামনে তুলে ধরবো।  

কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্য এম এ মতিনের নাম বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ায় প্রতিবাদ জানিয়ে শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন উলিপুর উপজেলার স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের একাংশ। এমপি মতিনের পরিবারকে ‘রাজাকার পরিবার’ দাবি করে তার নাম বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন তারা। 

সংবাদ সম্মেলনে উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার, উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন মন্টু  এসব অভিযোগ তোলেন। এসময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদসহ অনেকে। এসময় উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানাসহ প্রায় অর্ধশত মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।


পাঠকের মন্তব্য দেখুন
গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কমপ্লেইন বক্স বন্ধ - dainik shiksha গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির কমপ্লেইন বক্স বন্ধ পদত্যাগে বাধ্য করা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় ফেরালেন শিক্ষার্থীরা - dainik shiksha পদত্যাগে বাধ্য করা অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় ফেরালেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার - dainik shiksha শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার শিক্ষাপ্রতিষ্ঠানে কম দামে বিটিসিএলের ইন্টারনেট দেয়া হবে: তথ্য উপদেষ্টা - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানে কম দামে বিটিসিএলের ইন্টারনেট দেয়া হবে: তথ্য উপদেষ্টা শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে শিক্ষার্থীর চোখ হারানোর অভিযোগ - dainik shiksha শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে শিক্ষার্থীর চোখ হারানোর অভিযোগ দুই শিক্ষকের বহিষ্কারের দাবিতে বাউবি শিক্ষার্থীদের বিক্ষোভ - dainik shiksha দুই শিক্ষকের বহিষ্কারের দাবিতে বাউবি শিক্ষার্থীদের বিক্ষোভ হলগুলোকে সন্ত্রাসমুক্ত করে ছাড়বো : রাবি উপাচার্য - dainik shiksha হলগুলোকে সন্ত্রাসমুক্ত করে ছাড়বো : রাবি উপাচার্য কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0026490688323975